প্রাথমিকভাবে এই কথাগুলি বলার পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মঞ্চে কথা বলার জন্য আহ্ববান জানান মোদি৷ তারপর ট্রাম্পের ভাষণ শেষ হলে ফের ধন্যবাদ জ্ঞাপন করেন মোদি৷ বলেন, ‘ভারতের ইতিহাস ও সংস্কৃতিকে আপনি এতটা সম্মান করেছেন, আমার ভাল লাগছে৷ আজ আপনি শুধু ভারতীয়দের সম্মান করলেন না, বরং আমেরিকার ভারতীয়দেরও সম্মান করলেন৷ দু’দেশের মধ্যে এই ধরণের সম্পর্ক অত্যন্ত প্রয়োজনীয়৷ আমি বিশ্বাস করি, আমাদের বন্ধুত্বে কখনই চিঁড় ধরবে না৷ আমি খুশি যেভাবে ভারত ও আমেরিকা যৌথভাবে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে৷
advertisement
আমেরিকা ভারতের সবচেয়ে বড় রপ্তানি সঙ্গী৷ আমরা সবচেয়ে বেশি করে সামরিক যৌথ মহড়ায় অংশ নিয়েছি৷ এককথায় বলাই যায়, ভারত ও আমেরিকা স্বাভাবিক সঙ্গী৷ আমরা দুই দেশ একসঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করব৷ এবং দু’দেশের স্বপ্ন পুরণের জন্য কাজ করব৷