TRENDING:

বারাণসীতে দেখা করবেন মোদি ও জিংপিং, গুরুত্বপূর্ণ বিষয়ে হতে পারে আলোচনা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: চলতি বছরের অক্টোবর মাসে ঘরোয়া বৈঠকে ফের মুখোমুখি হবেন চিনের প্রেসিডেন্ট শি জিংপিং ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বিপুল জনসমর্থনে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় ফেরার পর এটাই হতে চলেছে ভারত-চিনের প্রথম আনুষ্ঠানিক নয় এমন বৈঠক ৷ বৈঠকের জন্য নিজের সংসদীয় ক্ষেত্র বারাণসীকেই বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
advertisement

জানা গিয়েছে, অক্টোবরের ১১ তারিখ বারাণসীতে আলোচনায় বসবেন মোদি ও জিংপিং ৷ একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী ইতিমধ্যেই চিনে বারাণসীতে বৈঠকের আয়োজনের প্রস্তাব পাঠিয়ে দিয়েছে ভারত এবং তাতে সম্মতি জানিয়েছে চিনও ৷ এর আগে ২৭-২৮ এপ্রিল চিনে জিংপিংয়ের সঙ্গে দেখা করেছিলেন প্রধানমন্ত্রী মোদি ৷

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

তবে অক্টোবরের আগে জুনে সাংহাই কর্পোরেশন সম্মেলনে শি জিংপিংয়ের মুখোমুখি হবেন মোদি ৷ কিরগিস্থানের বিস্কেকে ১৩ ও ১৪ জুন এই সম্মেলন আয়োজিত হতে চলেছে ৷ এই সম্মেলনে শুধু চিনের প্রেসিডেন্টই নয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরানের সঙ্গেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
বারাণসীতে দেখা করবেন মোদি ও জিংপিং, গুরুত্বপূর্ণ বিষয়ে হতে পারে আলোচনা