TRENDING:

SCO Summit 2019: পাকিস্তানের আকাশপথ এড়ালেন, ঘুর পথেই কিরঘিজস্তান যাবেন মোদি

Last Updated:

প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, পাকিস্তান নয়, ওমান হয়ে ঘুরে কিরঘিজস্তানের বিসকেকে ঢুকবেন মোদি৷ বালাকোট এয়ারস্ট্রাইকের পর গত ২৬ ফেব্রুয়ারি থেকে ভারতের জন্য পাকিস্তান নিজেদের আকাশপথ সম্পূর্ণ বন্ধ করে দেয়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: বালাকোট এয়ারস্ট্রাইকের পর থেকে পাকিস্তানের আকাশপথ ভারতের জন্য বন্ধ করে দেয় ইসলামাবাদ৷ তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য বিশেষ ছাড়পত্র দিয়েছিল পাকিস্তান৷ মোদি জানিয়ে দিলেন, তিনি পাকিস্তানের আকাশপথ ব্যবহার করবেন না৷ কিরঘিজস্তানে SCO সামিটে যোগ দিতে তিনি পাকিস্তানের আকাশপথ এড়িয়ে ঘুরপতে যাবেন বলে জানিয়ে দিলেন৷
advertisement

প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, পাকিস্তান নয়, ওমান হয়ে ঘুরে কিরঘিজস্তানের বিসকেকে ঢুকবেন মোদি৷ বালাকোট এয়ারস্ট্রাইকের পর গত ২৬ ফেব্রুয়ারি থেকে ভারতের জন্য পাকিস্তান নিজেদের আকাশপথ সম্পূর্ণ বন্ধ করে দেয়৷ একটি ভারতীয় বিমান তারপর থেকে পাকিস্তানের আকাশপথ ব্যবহার করতে পারেনি৷ মোট ১১টি রুটের মধ্যে পরে দুটি রুট খোলে৷ শুধুমাত্র মোদির জন্যই একদিন আকাশপথ খোলার সিদ্ধান্ত নিয়েছিল ইসলামাবাদ৷

advertisement

পাকিস্তানের কাছে ভারত কয়েক দিন আগে অনুরোধ করেছিল, কিরঘিজস্তানে সামিটে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর বিমানকে আকাশপথে ছাড় দিক পাকিস্তান৷ ভারতের অনুরোধের পরেই ইমরান খান সরকার মোদির জন্য আকাশপথ খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়৷ কিন্তু মোদিই শেষ পর্যন্ত রাজি হলেন না৷

কয়েক দিন আগেই কাশ্মীর-সহ বিভিন্ন রাজনৈতিক ইস্যু সমাধানের জন্য ভারতের সঙ্গে শান্তি আলোচনা চেয়ে চিঠি দিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷ ভারতের বিদেশ মন্ত্রক জানায়, কিরঘিজস্তানে SCO সামিটের ফাঁকে মোদি ও ইমরান খান বৈঠক হতে পারে৷

advertisement

আরও ভিডিও: ভোট পন্ডিতদের খোঁচা দিয়ে যা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দেখুন ভিডিও

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
SCO Summit 2019: পাকিস্তানের আকাশপথ এড়ালেন, ঘুর পথেই কিরঘিজস্তান যাবেন মোদি