প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, পাকিস্তান নয়, ওমান হয়ে ঘুরে কিরঘিজস্তানের বিসকেকে ঢুকবেন মোদি৷ বালাকোট এয়ারস্ট্রাইকের পর গত ২৬ ফেব্রুয়ারি থেকে ভারতের জন্য পাকিস্তান নিজেদের আকাশপথ সম্পূর্ণ বন্ধ করে দেয়৷ একটি ভারতীয় বিমান তারপর থেকে পাকিস্তানের আকাশপথ ব্যবহার করতে পারেনি৷ মোট ১১টি রুটের মধ্যে পরে দুটি রুট খোলে৷ শুধুমাত্র মোদির জন্যই একদিন আকাশপথ খোলার সিদ্ধান্ত নিয়েছিল ইসলামাবাদ৷
advertisement
পাকিস্তানের কাছে ভারত কয়েক দিন আগে অনুরোধ করেছিল, কিরঘিজস্তানে সামিটে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর বিমানকে আকাশপথে ছাড় দিক পাকিস্তান৷ ভারতের অনুরোধের পরেই ইমরান খান সরকার মোদির জন্য আকাশপথ খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়৷ কিন্তু মোদিই শেষ পর্যন্ত রাজি হলেন না৷
কয়েক দিন আগেই কাশ্মীর-সহ বিভিন্ন রাজনৈতিক ইস্যু সমাধানের জন্য ভারতের সঙ্গে শান্তি আলোচনা চেয়ে চিঠি দিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷ ভারতের বিদেশ মন্ত্রক জানায়, কিরঘিজস্তানে SCO সামিটের ফাঁকে মোদি ও ইমরান খান বৈঠক হতে পারে৷
আরও ভিডিও: ভোট পন্ডিতদের খোঁচা দিয়ে যা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দেখুন ভিডিও