advertisement
অসমে মঙ্গলবার থেকেই ইন্টারনেট বন্ধ৷ আজই সন্ধেয় অসমে ইন্টারনেট চালু হওয়ার কথা ছিল৷ কিন্তু শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ইন্টারনেট বন্ধের মেয়াদ আরও ৪৮ ঘণ্টা বাড়ানো হয়েছে৷ এ হেন অবস্থায় প্রধানমন্ত্রী অসমবাসীকে ট্যুইটারে আশ্বাস দিলেন৷ যা কি না ইন্টারনেট ছাড়া অসম্ভব৷
সোশ্যাল মিডিয়ায় অসমের প্রতি মোদির ট্যুইট-বার্তা ছড়াতেই শুরু হয়েছে জোর আলোচনা৷ যে রাজ্যে ইন্টারনেট বন্ধ, সেই রাজ্যের মানুষ কী ভাবে ট্যুইটারে মোদির বার্তা পাবেন? ট্যুইটার দেখতে গেলে তো ইন্টারনেট প্রয়োজন৷ প্রশ্নগুলি ঘুরে বেড়াচ্ছে ইন্টারনেটে৷ উত্তর নেই৷
নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে জ্বলছে অসম-সহ গোটা উত্তর-পূর্ব ভারত৷ সদ্য এনআরসি হয়েছে অসমে৷ বুধবার সংসদে নাগরিকত্ব বিল পেশ হতেই অগ্নিগর্ভ হয়ে ওঠে অসমের পরিস্থিতি৷ রাতে যখন বিলটি পাস হয়, তখন ক্ষণে উত্তর-পূর্ব ভারতে সেনার ভারী বুটের শব্দ শুরু হয়ে গিয়েছে৷ যার নির্যাস, এই মুহূর্তে কারফিউ শুরু হয়ে গিয়েছে গুয়াহাটিতে৷ বিক্ষুব্ধ মানুষ কারফিউ মানছে না৷ রাস্তায় নেমে চলছে বিক্ষোভ৷
নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে আজও উত্তাল উত্তর-পূর্বাঞ্চল। জ্বলছে অসম-ত্রিপুরা ৷ নাগরিকত্ব বিলের প্রতিবাদে বিক্ষোভের আগুন উত্তর-পূর্বের রাজ্যে ৷ বিক্ষোভকারীদের হঠাতে শূন্যে গুলি চালায় পুলিশ ৷ অসমের ১০ জেলায় ২৪ ঘণ্টার জন্য মোবাইল ও ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশ ৷ বুধবার সন্ধে সাত থেকেই জারি হয়েছে এই নিষেধাজ্ঞা ৷ ২০ কোম্পানি সিআরপিএফ নামানো হল অসমে ৷