সুপ্রিম কোর্টের ক্লিনচিটেও রাফাল গর্জন অব্যাহত। কংগ্রেসের অভিযোগ, শীর্ষ আদালতে কেন্দ্রের জমা দেওয়া হলফনামায় ভুল রয়েছে। তাকে হাতিয়ার করে এবার লড়াই সংসদের ভিতরেও। বুধবারও দেখা গেল সেই ছবি।
রাফাল নিয়ে জেপিসির দাবিতে অনড় কংগ্রেস। বিরোধীদের কথা শোনার দাবি তুলেছেন তৃণমূল ও বাম সাংসদরা। সুপ্রিম কোর্টের রায়কে সামনে রেখে পালটা ময়দানে বিজেপিও। রাহুল গান্ধিকে ক্ষমা চাইতে হবে বলে দাবি তোলেন বিজেপি সাংসদরা। উড়িয়ে দেওয়া হয়েছে জেপিসির দাবিও।
advertisement
লোকসভার মতো একই ছবি ছিল রাজ্যসভাতেও। হট্টগোলের জেরে দফায় দফায় মুলতুবি হয় অধিবেশন। রাফালে সরগরম শীতকালীন অধিবেশন। ভবিষ্যতেও যে এই অস্ত্রই পুঁজি তা স্পষ্ট করে দিয়েছে কংগ্রেস।
Location :
First Published :
December 19, 2018 10:49 PM IST