TRENDING:

Pranab Mukherjee | Narendra Modi: ‘ইন্দিরা গান্ধির পরে..,’ মোদিকে নিয়ে প্রণব যা লিখে গিয়েছেন ডায়েরিতে, এতদিন পরে এল প্রকাশ্যে

Last Updated:

সম্প্রতি, নিজস্ব গবেষণা, প্রণব মুখোপাধ্যায়ের ডায়েরি এবং অন্যান্য নথিপত্র ঘেঁটে এবং তাঁর সঙ্গে তাঁর বাবার ব্যক্তিগত কথার স্মৃতিচারণা অবলম্বন করে একটি বই লিখেছেন প্রণব কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়৷ সেই বইয়ে উঠে এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথাও৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: আম জনতা কী চাইছে, তাঁদের প্রধানমন্ত্রীর কাছে তাঁদের কী প্রত্যাশা, রাজনৈতিক পরিভাষায় জনসাধারণে ‘পালস’ বুঝতে পারার প্রখর ক্ষমতা ছিল ইন্দিরা গান্ধির৷ অন্তত তেমনটাই মনে করতেন প্রণব মুখোপাধ্যায়৷ কিন্তু, তার পরে… তারপরে কি আর এমন কোনও প্রধানমন্ত্রী পেয়েছে ভারত, যাঁর সঙ্গে এ বিষয়ে অন্তত ইন্দিরা গান্ধির সঙ্গে তুলনা টানা যায়! নিজের ডায়েরিতে নিভৃতে সেই কথাই লিখে গিয়েছিলেন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা৷ লিখেছিলেন, ‘ইন্দিরা গান্ধির পরে নরেন্দ্র মোদিই এমন প্রধানমন্ত্রী যিনি নিখুঁত এবং সঠিকভাবে জনতার পালস বুঝতে পারেন৷’
advertisement

সম্প্রতি, নিজস্ব গবেষণা, প্রণব মুখোপাধ্যায়ের ডায়েরি এবং অন্যান্য নথিপত্র ঘেঁটে এবং তাঁর সঙ্গে তাঁর বাবার ব্যক্তিগত কথার স্মৃতিচারণা অবলম্বন করে একটি বই লিখেছেন প্রণব কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়৷ সেই বইয়ে উঠে এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথাও৷

‘Pranab, My Father: A Daughter Remembers’ বইয়ে প্রণব মুখোপাধ্যায়ের ২০১৪ সালের ২৩ অক্টোবরের একটি ডায়েরি এন্ট্রির কথা উল্লেখ করেছেন শর্মিষ্ঠা৷ সেখানে প্রণব লিখেছেন, ‘এবছরের দীপাবলি সিয়াচেনের জওয়ান এবং শ্রীনগরের বন্যা কবলিত মানুষদের সঙ্গে কাটানোর সিদ্ধান্ত দিয়েই বোঝা যায়, নরেন্দ্র মোদির রাজনৈতিক বোধ কতটা প্রখর৷ ইন্দিরা গান্ধি ছাড়া আর কোনও প্রধানমন্ত্রীর এই বোধ ছিল না৷’

advertisement

আরও পড়ুন: ‘প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়, কিন্তু…’ অবশেষে বড় কথা ‘ফাঁস’ কন্যা শর্মিষ্ঠার

আরও একটি ডায়েরি এন্ট্রিতে, মোদির সঙ্গে তাঁর একাধিক ‘আড্ডা’র কথা উল্লেখ করতে দেখা গিয়েছে প্রণবকে৷ সেখানে তিনি লিখেছেন, ‘‘আমাদের নানা বিষয় নিয়ে কথা হল৷ ও আমায় বলল, আমার পরামর্শ ওঁর কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ, আমিও বললাম, আমি সব দিক থেকে পূর্ণ সহযোগিতা করব৷ এটা স্পষ্ট যে, ১. ওঁর চিন্তায় স্বচ্ছতা রয়েছে, দেশের প্রতি নিবেদিতপ্রাণ, ২. জনতার পালস খুব ভাল বুঝতে পারে, ৩. ‘মিস্টার সবজান্তা’ নয়, জানার আগ্রহ রয়েছে, ৪, একজন আরএসএস সদস্য হওয়ায় ভয়ঙ্কর ভাবে দেশপ্রেমী ও জাতীয়তাবাদী৷’’

advertisement

আরও পড়ুন: মমতাকে ফোন করেছিলেন স্বয়ং রাহুল! বৈঠক নিয়ে মিটল জটিলতা… কী জানালেন তৃণমূলনেত্রী?

সেরা ভিডিও

আরও দেখুন
টাকা খরচ করে রাজস্থান ছুটতে হবে না! বাংলায় বসেই দেখুন ঐতিহ্যবাহী শিশ মহল
আরও দেখুন

ইন্দিরা, রাজীব, সনিয়া থেকে রাহুল৷ গান্ধি পরিবারের বেশ কয়েকটি প্রজন্মের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিল প্রণব মুখোপাধ্যায়ের। কেন্দ্রীয় অর্থ, বিদেশ, প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব সামলেছেন বিভিন্ন সময়ে৷ ২০১২ সালে তিনি রাষ্ট্রপতির হিসাবে মনোনীত হন। ২০১২ থেকে ১৭ পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন তিনি৷ ২০২০ সালের ৩১ অগাস্ট, ৮৪ বছর বয়সে তিনি মারা যান।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Pranab Mukherjee | Narendra Modi: ‘ইন্দিরা গান্ধির পরে..,’ মোদিকে নিয়ে প্রণব যা লিখে গিয়েছেন ডায়েরিতে, এতদিন পরে এল প্রকাশ্যে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল