TRENDING:

'স্বচ্ছতা হি সেবা অভিযান', শুরু মোদির ঐতিহাসিক ক্যাম্পেন

Last Updated:

এ দিন প্রধানমন্ত্রীর এই ঐতিহাসিক ক্যাম্পেনে হাজির ছিলেন অমিতাভ বচ্চন ও টাটা গোষ্ঠীর চেয়ারম্যান রতন টাটা৷ ৪ বছর আগে কী ভাবে মোদির স্বচ্ছ ভারত মিশনের অংশ হয়েছিলেন, সেই স্মৃতিচারণ করলেন অমিতাভ৷ এই মিশনের সাফল্যের খতিয়ানও তুলে ধরলেন বিগ বি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: স্বচ্ছ ভারত অভিযানের অংশ হিসেবে ঐতিহাসিক 'স্বচ্ছতা হি সেবা অভিযান' লঞ্চ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মহাত্মা গান্ধীর দেড়শো বছর জন্মজয়ন্তী উপলক্ষ্যে দু সপ্তাহে ব্যাপী এই ক্যাম্পেন চলবে৷ একই সঙ্গে স্বচ্ছ ভারত মিশনেরই ৪ বছর পূর্তি হচ্ছে৷
advertisement

এ দিন প্রধানমন্ত্রীর এই ঐতিহাসিক ক্যাম্পেনে হাজির ছিলেন অমিতাভ বচ্চন ও টাটা গোষ্ঠীর চেয়ারম্যান রতন টাটা৷ ৪ বছর আগে কী ভাবে মোদির স্বচ্ছ ভারত মিশনের অংশ হয়েছিলেন, সেই স্মৃতিচারণ করলেন অমিতাভ৷ এই মিশনের সাফল্যের খতিয়ানও তুলে ধরলেন বিগ বি৷

বিগ বি-র কথায়, 'আমি মনে করি, মানুষের চারপাশ পরিষ্কার রাখাই প্রাথমিক উদ্দেশ্য হওয়া উচিত৷ আমরপা ক্লিনাথন শুরু করেছি৷ আমি স্বচ্ছ ভারত মিশনের সঙ্গে সব সময় আছি৷ ৪ বছর আগে এ দেশের মানুষকে আমি স্বচ্ছ ভারত মিশনের সঙ্গে পরিচয় করিয়েছিলাম৷'

advertisement

দেশকে স্বচ্ছ করার এই কর্মযজ্ঞে টাটা ট্রাস্ট নতুন প্রযুক্তি দিয়ে সাহায্য করবে বলে জানালেন রতন টাটা৷ প্রধানমন্ত্রী বলেন, '৪ বছর আগে এই ক্যাম্পেন আমরা শুরু করেছিলাম৷ আমার গর্ব, এই দেশে আমাদের পাশে থেকেছে৷ স্বচ্ছ ভারত মহাত্মা গান্ধীর স্বপ্ন ছিল৷'

আরও ভিডিও: দেখুন কী ভাবে রাহুলকে ব্যঙ্গ করলেন মোদি

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
'স্বচ্ছতা হি সেবা অভিযান', শুরু মোদির ঐতিহাসিক ক্যাম্পেন