‘সরকার বলছে প্রধানমন্ত্রী তৈরি ৷ প্রধানমন্ত্রী জবাব দিতে তৈরি ৷ বিরোধীরা লোকসভা চলতে দিচ্ছে না ৷ লোকসভায় বলতে না দেওয়ায় বেছেছি জনসভা ৷ জনসভাতেই নোট বাতিল নিয়ে বলছি ৷ ’
‘৫০০ ও ১০০০ টাকর নোট ফিরিয়ে নিন ৷ একথা বিরোধীরা বলতে পারছে না ৷ কারণ মানুষ বুঝে গিয়েছে ৷ কেন ৫০০ ও ১০০০ টাকা বাতিল হয়েছে ৷ ’
advertisement
‘দেশ ডিজিটাল ব্যাঙ্কিংয়ের দিকে এগোচ্ছে ৷ নগদহীন অর্থনীতিই ভবিষ্যৎ ৷ এই সিদ্ধান্ত অনেক পরীক্ষা-নীরিক্ষা করেই হয়েছে ৷ ৫০ দিনের লড়াই-কষ্ট চলবে, আগেই বলেছি ৷ তারপর থেকেই ধীরে ধীরে কষ্ট লাঘব হবে ৷’
‘৮ নভেম্বরের পরও যারা নতুন অপরাধ করছেন ৷ তার কেউ ছাড় পাবেন না, সবাই ধরা পড়বে ৷’
‘আগে রুপোর টাকা ছিল ৷ এখন কাগজের টাকা এসেছে ৷ এবার মোবাইলে ব্যাঙ্ক এসে গেছে ৷ আপনার মোবাইলই আপনার ব্যাঙ্ক ৷ চায়ের দোকানেও মোবাইল থেকে টাকা দেবেন ৷ মোবাইল ব্যাঙ্ক থেকে টাকা দেওয়ায় আস্থা অর্জন করুন ৷’
‘আপনাকে ব্যাঙ্কে লাইন দিতে হবে না ৷ আপনার মোবাইলেই লাইন দেবে ব্যাঙ্ক ৷ সেই দিন আসছে ভারতবর্ষে ৷ সংবাদমাধ্যম, আপনারা মোদির বিরুদ্ধে দেখান ৷ তাতে মোদির কোনও আপত্তি নেই ৷ যাঁরা লাইনে দাঁড়িয়ে কষ্ট পাচ্ছেন ৷ তাঁদের কষ্টের কথাও জানান ৷ পাশাপাশি এটাও জানান, আর লাইনে দাঁড়াতে হবে না ৷ এবার ব্যাঙ্ক আসবে আপনার কাছে, আপনার মোবাইলে ৷ সেই প্রযুক্তি আমাদের রয়েছে ৷ আমরা উন্নত ভারত তৈরির লক্ষ্যে এগোচ্ছি ৷’