শুক্রবার নির্বাচনী প্রচারে তিনি জানান, ‘কানপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ১৫০ জনের ৷ ঘটনায় বেশ কয়েকজনরে গ্রেফতার করেছে পুলিশ ৷ তাদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে কানপুরের ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় সীমান্তপারের জঙ্গিদের হাত রয়েছে৷
নেপালে বসে পুরো ঘটনার চক্রান্ত করা হয়েছিল ৷ সীমান্ত পেরিয়ে যাতে জঙ্গিরা আমাদের দেশে হামলা চালাতে না পারে তাই গোন্ডা জেলার মানুষকে বিজেপি-কে ভোট দেওয়ার আর্জি জানান তিনি ৷
advertisement
মোদি জানা, ‘গোন্ডা এলাকায় শান্তি রক্ষা করার জন্য এমন কাউকে ভোট দেওয়া উচিৎ যার মধ্যে জাতীয়তাবাদ রয়েছে৷ এই নির্বাচনে একটি আসনও সমাজবাদী পার্টি বা বিএসপি-র জেতা উচিৎ নয়৷ ১০০ শতাংশ আশনেই বিজেপির জয়ী হওয়া উচিৎ ৷’
গত ২০ নভেম্বর কানপুরের পুখরায়নে দুর্ঘটনায় পড়ে ইন্দোর–পাটনা এক্সপ্রেস ৷ মৃত্যু হয় ১৫০ জন নিরীহ মানুষের ৷ সম্প্রতি বিহার পুলিশের হাতে ধৃত তিন আইএস সন্দেহভাজন ৷ প্রেশার কুকারে বিস্ফোরক ভরে উড়িয়ে দেওয়া হয় ট্রেনের ট্র্যাক ৷ এমনই তথ্য জানা গিয়েছে ৷
উত্তরপ্রদেশ ATS সূত্রে খবর, জেরায় ধৃতরা জানিয়েছে আইএস-এর নির্দেশেই ভারতীয় রেলকে টার্গেট করেছিল তারা ৷ রেলওয়ে ট্র্যাকে নাশকতা ঘটিয়ে কিভাবে ট্রেন দুর্গটনা ঘটানো যাবে তাঁর পুরো প্রশিক্ষণ দেওয়ার পর মোতিলালদের নির্দিষ্ট দিনে কানপুর স্টেশনে পাঠানো হয় ৷
পূর্ব নির্দেশ ও জায়গা মতোই তারা প্রেশার কুকারে বিস্ফোরক ভরে কানপুর থেকে ১০০ কিমি দূরে নির্দিষ্ট জায়গায় ট্রেন ট্র্যাকে রেখে দেয় ৷ বিস্ফোরণে উড়ে যায় রেলওয়ে লাইন ৷ ফলে ওই ট্র্যাক ধরে ইন্দোর–পাটনা এক্সপ্রেস আসায় প্রবল দুর্ঘটনা ঘটে ৷ লাইনচ্যুত হয় ওই ট্রেনের ১৪টি বগি ৷ এই পুরো অপরাশেনের জন্য দুবাই থেকে তাদের ২৫ লক্ষ টাকা পাঠিয়েছিল ISI এজেন্ট শামসুল হুডি নামে এক ব্যক্তি। পরে তাকেও গ্রেফতার করা হয়েছে ৷