সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন, “আমরা গত নয় বছরে আমাদের দেশে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস পদ্ধতি অনুসরণ করেছি। বৈশ্বিক সম্পর্কের ক্ষেত্রেও এটি আমাদের নির্দেশক নীতি। আমরা যখন G20 এর জন্য আমাদের এজেন্ডা নির্ধারণ করি, তখন এটি সর্বজনীনভাবে স্বাগত জানানো হয়েছিল, কারণ সবাই জানত যে আমরা বৈশ্বিক সমস্যাগুলির সমাধান খুঁজে পেতে সহায়তা করে। সেই সঙ্গে আমাদের সক্রিয় এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে আসব।”
advertisement
আরও পড়ুন, ‘দেখব কীভাবে মাইনে দিয়ে থাকেন!’ রাজভবনের সামনে ধরনার হুঁশিয়ারি মমতার
আরও পড়ুন, রাজ্যপালের একের পর এক উপাচার্য নিয়োগ, ‘অর্থনৈতিক বাধা’ তৈরির হুঁশিয়ারি মমতার
ভারত এবং এর ভবিষ্যতের সম্ভাবনা সম্পর্কে প্রধানমন্ত্রী মোদি বলেন, “যখন বিশ্ব নেতারা আমার সঙ্গে দেখা করেন, তখন তাঁরা খুব আশাবাদী থাকেন। তারা এও নিশ্চিত যে ভারতের কাছে অনেক কিছু দেওয়ার আছে এবং বৈশ্বিক ভবিষ্যত ভারত অবশ্যই বৃহত্তর ভূমিকা পালন করতে হবে। G20 প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের কাজের প্রতি তাদের সমর্থনও প্রত্যক্ষ করা গিয়েছে।”