মোদী এদিন বলেন, ''একদিনও সংসদ সচল হতে দেয়নি ওরা। গণতন্ত্রকে হত্যা করেছে। অনশনে বসে বিশ্বের সামনে ওদের অপরাধ ফাঁস করব। অনশন করলেও আমার কাজে ব্যাঘাত হবে না।'' বিজেপির অভিযোগ, কংগ্রেসের অগণতান্ত্রিক কার্যকলাপেই বাজেট অধিবেশন ব্যাহত হয়েছে।
আরও পড়ুন: উন্নাও গণধর্ষণকাণ্ডে সিবিআই তদন্ত, দুই চিকিৎসককে সাসপেন্ড
অন্যদিকে বিজেপির এই অনশনকে ‘নাটক’ বলে অ্যাখ্যা দিয়েছে কংগ্রেস ৷ এ দিন দলের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেন, ''এটা অনশন নয়, লোকদেখানো। এসএসসি ও সিবিএসসি-র পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর পরীক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে অনশন করুন প্রধানমন্ত্রী। দলিতদের কাছে ক্ষমা চান।'' কংগ্রেসের অভিযোগ, বিজেপি ও তার সহযোগী দলগুলিই বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্যায়ে সংসদে কাজকর্ম হতে দেয়নি। সংসদের ২৫০ ঘণ্টা খামোখা নষ্ট করেছে তারা আর এখন অনশনে বসছে।
advertisement
আরও পড়ুন: কর্ণাটক নির্বাচন ২০১৮ : কংগ্রেস-বিজেপি প্রচারে, কিন্তু মৌন মায়াবতী
তবে অনশনের পাশাপাশিই সরকারি কাজকর্ম ঠিকই করবেন প্রধানমন্ত্রী, লোকজনের সঙ্গে দেখা করবেন, সই করবেন ফাইলপত্রেও।