এদিন রাজ্যসভায় বক্তৃতা করা কালীন প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমি আজ মনমোহন সিংয়ের কথা বিশেষ ভাবে বলতে চাই৷ তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে৷ দীর্ঘ সময় ধরে তিনি এই হাউসকে এই দেশকে পথ দেখিয়েছেন৷ মানুষ সেই জন্য তাঁকে সবসময় মনে রাখবেন৷ ’’
মোদি মনে করিয়ে দেন, একসময় অসুস্থ হলেও হুইলচেয়ারে করে সংসদে একটি বিষয়ে ভোটদান করতে এসেছিলেন মনমোহন সিং৷ গণতন্ত্রকে শক্তিশালী করতে একজন সাংসদকে কতটা দায়িত্বশীল হওয়া উচিত, ওই ঘটনা তার প্রমাণ বলে উল্লেখ করেন মোদি৷
advertisement
মোদি বলেন, ‘‘আমার মনে আছে, লোকসভায় একটি ভোটপর্বের সময়, সকলেই জানেন যে জয় ট্রেজারি বেঞ্চেরই হবে, তা সত্ত্বেও ডঃ মনমোহন সিং নিজের ভোট দান করতে হুইলচেয়ারে করে হলেও এসে উপস্থিত হয়েছিলেন৷ নিজের দায়িত্ব সম্পর্কে একটা মানুষ কতটা দায়িত্বশীল হলে এটা হতে পারে, সেটা এই ঘটনা থেকেই বোঝা যায়৷’’
গত ১০ বছরে বিজেপি সরকারের শাসনকালে দেশের কী কী অর্থনৈতিক উন্নয়ন হয়েছে, তা বিস্তারিত ভাবে জানাতে ‘হোয়াইট পেপার’ প্রকাশ করেছে মোদি সরকার৷ এদিকে সেই ‘হোয়াইট পেপারে’র পাল্টা ‘ব্ল্যাক পেপার’ প্রকাশ করেছে কংগ্রেস৷ এদিন সেই প্রসঙ্গে মোদি বলেন, ‘‘ওঁরা একটা পবিত্র কাজের উপরে কালো টিকা লাগিয়ে দিল৷’’