বিরোধীদের তোপ দেগে প্রধানমন্ত্রী এদিন বলেন, "কিছু লোক হতাশায় রাত-দিন মোদিকে গালি দেয়। পুরো ডিকশনারি মোদিকে গালি দিতে দিতে ব্যবহার করে ফেলেছে। আমি আপনাদের বলছি, এমন কথায় আপনারা বিরক্ত হবেন না। কারণ, ওদের গালি দেওয়া ছাড়া আর কিছুই দেওয়ার মতো বাকি নেই। আমি শেষ ২২ থেকে ২০ বছর ধরে বিভিন্ন ধরনের গালি খাচ্ছি। সন্ধ্যায় ওরা গালি নিয়ে মজা করুক, কিন্তু তার পরের দিন শেষে পদ্মই খেলা খেলবে।"
advertisement
আরও পড়ুন, ছাত্রপিছু থাকত মোটা টাকার টার্গেট, জ্যাম করা হত সার্ভার! মনে করছে ইডি
কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী মোদি বলেন, "এই গালি শুনে কেউ বিরক্ত হবেন না। সবাই বুক ফুলিয়ে চলুন। রাজনীতিতে আমাদের লক্ষ্য সবসময় সেবামূলক হওয়া উচিত। তেলেঙ্গানায় যাঁরা সরকারে আছেন, তাঁদের লক্ষ্য শুধু মোদিকে গালি দেওয়ার দিকেই।"
আরও পড়ুন, কামড় কাণ্ডে অভিযুক্ত পুলিশকর্মীকে তলব, জিজ্ঞাসাবাদ চাকরিপ্রার্থী অরুণিমাকেও
সভায় মোদি বলেন, "কেউ কেউ আমাকে বলেন, আপনি থামেন না? আমি তাঁদের বুঝিয়েছি, আমি রোজ ২ কিলো, ৩কিলো গালি খাই। ঈশ্বর আমাকে এমন আর্শীবাদ দিয়েছেন যে এই গালি আমার শরীরে গিয়ে পুষ্টিতে পরিুণত হয়ে যায়। এই পুষ্টিই জনতার সেবায় কাজে লাগাই।"
