TRENDING:

নির্বাচনী সভায় হুঙ্কার নরেন্দ্র মোদির, তাঁর মোকাবিলায় বিরোধীদের যথার্থ শক্তির অভাব

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ছতরপুর: মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে ছতরপুরের জনসভায় ফের কংগ্রেসকে আক্রমণ করলেন নরেন্দ্র মোদি । যত নির্বাচন এগিয়ে আসছে, কংগ্রেসের সরকার গড়ার সম্ভাবনা ততটাই কমে আসছে বলে দাবি করেছেন মোদি । সরকার গড়া দূরের বিষয়, কংগ্রেস ঠিক কটা ভোট পাবে তাই এখন কংগ্রেসের প্রধান চিন্তার বিষয় ।
advertisement

কংগ্রেসের শাসনকালে মানুষ যেসব সমস্যার সম্মুখীন হয়েছেন সেই সব সমস্যার মোকাবিলা পুনরায় করতে চান না সাধারণ মানুষ ও সেই কারণেই কংগ্রেসকে নির্বাচিত করবেন না আমজনতা । চাওয়ালা মন্তব্যের প্রসঙ্গ এনে ফের মোদি বলেছেন লড়াই এর মধ্যে যখন সততা থাকে না তখনই মানুষ ব্যক্তিগত আক্রমণের আশ্রয় নেয় ।

advertisement

প্রাসঙ্গিকতার অভাব ও কুসংস্কারাচ্ছন্ন মানুষদেরই অত্যধিক দর্প থাকে । স্বাধীনতার পর এত বছর দেশ শাসন করেছে যে রাজনৈতিক দল, আজ তাঁরা প্রধানমন্ত্রীর পরিবার তুলে আক্রমণ করছে,কংগ্রেসকে তোপ মোদির। মোদির মোকাবিলা করার ক্ষমতা কংগ্রেসে কারোর নেই, মন্তব্য মোদির ।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

মধ্যপ্রদেশে ২৮ নভেম্বর বিধানসভা নির্বাচন ও ১১ ডিসেম্বর ফলাফল ঘোষণা ।

বাংলা খবর/ খবর/দেশ/
নির্বাচনী সভায় হুঙ্কার নরেন্দ্র মোদির, তাঁর মোকাবিলায় বিরোধীদের যথার্থ শক্তির অভাব