তাদের মধ্যে গুজরাটের মন্ত্রী রাঘবজি ভাই প্যাটেল, মুলুভাই বেরা, এমপি পুনমবেন মাদাম, মেয়রবিন গারসার, জামনগর মেয়র বিনোদভাই খিমসুরিয়া, বিধায়ক মেঘজি ভাই চাভড়া, রিভাবা জাদেজা, দিব্যেশভাই আকবাড়ি, গুজরাটের মুখ্য সচিব পানকজ জোশি, গুজরাট পুলিশের মহাপরিচালক বিকাশ সাহে, গ্রুপ ক্যাপ্টেন সওরভ পারিজাত-সহ বহু মানুষ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: চমকে দিল বিজ্ঞান! শেষ হবে দারিদ্র্য, পৃথিবীতে আর কেউ গরীব থাকবে না! কীভাবে সম্ভব? জানুন
advertisement
প্রধানমন্ত্রী এখানে সার্কিট হাউসে রাত কাটাবেন এবং রবিবার সকালে জামনগরের ‘বনতারা”- একটি আধুনিক প্রাণী উদ্ধার কেন্দ্র – পরিদর্শন করবেন। সূত্র অনুযায়ী, বানতারা থেকে প্রধানমন্ত্রী সোমনাথ যাওয়ার পরিকল্পনা করেছেন। প্রধানমন্ত্রী জুনাগড়ে জাতীয় বন্যপ্রাণী বোর্ডের একটি বৈঠকে অংশ নেবেন। তিনি সোমনাথ মন্দির পরিচালনাকারী সোমনাথ ট্রাস্টের একটি বৈঠকও সভাপতিত্ব করবেন!
সফরের প্রথম দিন ‘বনতারা’ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। দ্বিতীয় দিনে গির সাফারি পার্কে সাফারিতে অংশ নেবেন এবং জাতীয় বন্যপ্রাণী বোর্ডের বৈঠকে সভাপতিত্ব করবেন। আর সফরের শেষ দিনে সোমনাথ মন্দিরে পুজো দেওয়ার কথা রয়েছে তাঁর।