TRENDING:

One Nation One Election: 'এক দেশ এক ভোট' নিয়ে কমিটি ঘোষণা মোদির

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: এক দেশ, এক নির্বাচন ইস্যুতে একটি বিশেষজ্ঞ প্যানেল গড়ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এই প্যানেল 'এক দেশ, এক নির্বাচন'-এর সুবিধা ও অসুবিধা নিয়ে কেন্দ্রকে প্রয়োজনীয় পরামর্শ দেবে৷ বুধবার সর্বদল বৈঠকের পর জানালেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷
advertisement

প্রধানমন্ত্রীর ডাকে ওই সর্বদল বৈঠকে বেশির ভাগ দলই এক দেশ এক নির্বাচনের সমর্থন করেছে বলে দাবি রাজনাথ সিংয়ের৷ রাজনাথের কথায়, 'আমরা ৪০টি রাজনৈতিক দলকে আমন্ত্রম জানিয়েছিলাম৷ এর মধ্যে ২১টি দলের সভাপতি বৈঠকে অংশ নিয়েছেন৷ ৩টি দলের সভাপতি তাঁদের মত লিখিত ভাবে জানিয়েছেন৷' বামেরা বৈঠকে অংশ নিলেও এক দেশ এক নির্বাচন পদ্ধতির বিরোধিতা করেছেন৷ বামেরাই তা জানিয়েছেন৷ যদিও এ প্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রীর দাবি, বামেরা ভিন্ন মত পোষণ করেছেন৷ কিন্তু এই চিন্তাভাবনাটির বিরোধিতা করেননি৷ প্রস্তাবিত কমিটির গঠন, চেহারা কী হবে, সে ব্যাপারে প্রশ্ন করা হলে প্রধানমন্ত্রীই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি।

advertisement

ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক 'এক দেশ এক নির্বাচন'-ের প্রস্তাবকে পূর্ণ সমর্থন জানিয়েছেন৷ তাঁর কথায়, 'পর পর নির্বাচনের জেরে উন্নয়নমূলক কাজ বাধাপ্রাপ্ত হয়৷ তাই এক দেশ এক নির্বাচনকে পূর্ণ সমর্থন জানাচ্ছে বিজেডি৷' মুম্বইয়ের কংগ্রেস সভাপতি মিলিন্দ দেওযরার মতে, এই বিষয়ে সংসদে বিতর্কের প্রয়োজন রয়েছে৷

আরও ভিডিও: Video: এক দেশ, এক ভোট এখনই সম্ভব নয়, কেন্দ্রের প্রস্তাবে ধাক্কা নির্বাচন কমিশনের

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চোখে স্বপ্ন ভারতীয় দলের জার্সিতে খেলা,বাবা পুকুর পাড়ে,ক্ষেতের পাশে পিচ করে দিলেন মেয়েকে
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
One Nation One Election: 'এক দেশ এক ভোট' নিয়ে কমিটি ঘোষণা মোদির