TRENDING:

PM Modi on Vande Mataram: 'বন্দে মাতরম্-এর সঙ্গে অন্যায়, বিশ্বাসঘাতকতা কে করল?' কংগ্রেসের শাসনকালকে নিশানা করে প্রশ্ন মোদির

Last Updated:

১৯০৫ সালে মহাত্মা গান্ধি নিজে বন্দে মাতরম্-কে জাতীয় সঙ্গীত করার পক্ষে সওয়াল করেছিলেন বলেও দাবি করেন প্রধানমন্ত্রী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বন্দে মাতরম্ বিতর্ক নিয়ে লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধান বিরোধী দল কংগ্রেসকেই নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ প্রধানমন্ত্রী ভাষণের শুরুতেই কটাক্ষের সুরে মনে করিয়ে দিলেন, বন্দে মাতরম্ সৃষ্টির শতবর্ষের সময় তৎকালীন কংগ্রেস সরকার দেশে জরুরি অবস্থা জারি করেছিল৷
লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
advertisement

এমন কি, গত শতকে বন্দে মাতরমের সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়েছে বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী৷ স্বভাবতই প্রধানমন্ত্রীর নিশানা ছিল কংগ্রেসের শাসনকালের দিকেই৷ যদিও এখন বন্দে মাতরম্ রচনার সার্ধশতবর্ষ পালন কেন্দ্রীয় সরকার গর্বের সঙ্গে উদযাপন করছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী৷ নরেন্দ্র মোদির দাবি, ২০৪৭ সালের মধ্যে আত্মনির্ভর এবং সমৃদ্ধ ভারত গড়ে তোলার যে লক্ষ্য নেওয়া হয়েছে, তাতেও অনুপ্রেরণা জোগাবে বন্দে মাতরম্৷

advertisement

প্রধানমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেন, ‘এই গান এমন সময় রচিত হয়েছিল যখন ১৮৫৭ সালে স্বাধীনতার লড়াইয়ের পর ইংরেজরা ভারতীয়দের উপরে অত্যাচারের মাত্রা বাড়িয়েছিল৷ সেই সময় ইংরেজরা তাঁদের জাতীয় গান গড ‘সেভ দ্য ক্যুইন’-কে ভারতের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলেন৷ তখনই ইটের জবাবে পাটকেলের মতো বঙ্কিমচন্দ্র বন্দে মা তরম রচিত করেন৷ পরে ১৮৮২ সালে তিনি যখন আনন্দমঠ লেখেন তখন বন্দে মাতরমকে সেখানে অন্তর্ভুক্ত করেন৷’

advertisement

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম্ রচনার সময় তা স্বাধীনতা সংগ্রামীদের স্বর হয়ে গিয়েছিল৷ বন্দে মাতরম্-এর একশো বছর পূর্তির সময় কংগ্রেস দেশে জরুরি অবস্থা করেছিল৷ আমাদের সৌভাগ্য আমরা বন্দে মাতরম্ রচনার দেড়শো বছর পূর্তি উদযাপন করতে পারছি৷ বন্দে মাতরম্ বহু স্বাধীনতা সংগ্রামীদের অনুপ্রেরণা জুগিয়েছে৷ আমরা সম্মিলিত ভাবে এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে চাইছি৷’

advertisement

প্রধানমন্ত্রী বলেন, ‘যাঁদের উপরে ব্রিটিশরা অত্যাচার করত, তাঁদের ভাষা আলাদা ছিল৷ কিন্তু তাঁদের একসূত্রে বেঁধে রেখেছিল বন্দে মাতরম্৷ ক্ষুদিরাম বোসের মতো স্বাধীনতা সংগ্রামীরা বন্দে মাতরম্ গাইতে গাইতে হাসিমুখে ফাঁসিবরণ করেছিলেন৷ বন্দে মাতরম্-এর মতো এমন কোনও গান নেই যা শতাব্দীর পর শতাব্দী ধরে একটা জাতিকে অনুপ্রাণিত করছে৷ এই কারণেই রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, ‘‘একই সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন, একই কাজে সঁপিয়াছি সহস্র জীবন, বন্দে মাতরম্৷’’

advertisement

নরেন্দ্র মোদির আরও দাবি, বন্দে মা তরম ভারতকে স্বাবলম্বী হওয়ার পথ দেখিয়েছিল৷ দেশলাইয়ের বাক্স থেকে বড় বড় জাহাজের গায়ে বন্দে মাতরম্ লিখে দেওয়া হত৷ বিদেশি সংস্থাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল বন্দে মাতরম্৷

১৯০৫ সালে মহাত্মা গান্ধি নিজে বন্দে মাতরম্-কে জাতীয় সঙ্গীত করার পক্ষে সওয়াল করেছিলেন বলেও দাবি করেন প্রধানমন্ত্রী৷ এর পরেই কংগ্রেসের দিকেই নিশানা করে প্রধানমন্ত্রী বলেন, ‘যে বন্দে মাতরম্-এর ভাবনা এত মহান ছিল, গত শতকে তার সঙ্গে এত বড় অন্যায় কেন হল, বিশ্বাসঘাতকতা কেন হল? কোন এমন শক্তি ছিল যে তাদের ইচ্ছে সম্মানীয় গান্ধিজির ভাবনাকেও উপেক্ষা করল৷ ফলে আজকে যখন আমরা বন্দে মাতরম্-এর সার্ধশতবার্ষিকী পালন করছি, তখন নতুন প্রজন্মকে এর ইতিহাস জানানোর দায়িত্বও আমাদের৷ ইতিহাস সাক্ষী আছে, কংগ্রেস মুসলিম লিগের চাপের সামনে আত্মসমর্পণ করেছিল৷ তাই বন্দে মাতরম্-কে টুকরো করা হয়েছিল৷ এই তোষণের রাজনীতির জন্যই কংগ্রেসকে একদিন ভারতকে ভাগ করার চাপের সামনেও আত্মসমর্পণ করতে হয়েছিল৷ আজও কংগ্রেস এবং তাদের সঙ্গীরা বন্দে মাতরম্-কে নিয়ে বিতর্কের সৃষ্টির চেষ্টা করছে৷’

সেরা ভিডিও

আরও দেখুন
শারীরিক সীমাবদ্ধতায় দমে যাননি! অসহায় মানুষদের ভরসা হয়ে উঠেছেন শালবনির সন্তু
আরও দেখুন

লোকসভায় বন্দে মাতরম্ বিতর্ক নিয়ে আলোচনার জন্য দশ ঘণ্টা সময় বরাদ্দ করা হয়েছে৷ প্রধানমন্ত্রী ছাড়াও কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ বিজেপি-র পক্ষে আরও অনেকের এই বিতর্কে বক্তব্য রাখার কথা৷ কংগ্রেসের হয়ে বক্তব্য রাখবেন প্রিয়াঙ্কা গান্ধি, গৌরব গগৈরা৷ লোকসভার পর রাজ্যসভাতেও বন্দে মাতরম্ নিয়ে আলোচনা হওয়ার কথা৷

বাংলা খবর/ খবর/দেশ/
PM Modi on Vande Mataram: 'বন্দে মাতরম্-এর সঙ্গে অন্যায়, বিশ্বাসঘাতকতা কে করল?' কংগ্রেসের শাসনকালকে নিশানা করে প্রশ্ন মোদির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল