শুধু সরকার নয় প্রধানমন্ত্রী মোদির ভূমিকারও তীব্র সমালোচনা করেন ৷ ‘দেশের অর্থনীতির বর্তমান অবস্থা নিয়ে অস্বাভাবিকভাবে নীরব প্রধানমন্ত্রী ৷ অন্যদিকে, মন্ত্রীদের মিথ্যে বলতে শেখাচ্ছেন ৷’ দেশের আর্থিক মন্দার জন্য চিদম্বরম দায়ী করেছে নোট বাতিল, জিএসটি-কে ৷ তাঁর মতে, সরকার সমস্যার মূল কারণ ধরতে পারছে না ৷ দেশের আর্থিক ভিত মজবুত করতে অদক্ষ সরকার ৷গতকাল আইএনএক্স মামলায় প্রায় সাড়ে তিন মাস বন্দি জীবন কাটানোর পরে অবশেষে পেলেন জামিন। রাতে তিহাড় জেল থেকে বেরিয়ে ১০ জনপথে সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে যান।
advertisement
গতকাল আইএনএক্স মামলায় প্রায় সাড়ে তিন মাস বন্দি জীবন কাটানোর পরে অবশেষে পেলেন জামিন। রাতে তিহাড় জেল থেকে বেরিয়ে ১০ জনপথে সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে যান।এদিন সংসদেও উপস্থিত ছিলেন পি চিদম্বরম {
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 05, 2019 4:10 PM IST