TRENDING:

Oxygen Crisis: দেশ জুড়ে সরকারি হাসপাতালে ৫৫১টি অক্সিজেন প্ল্যান্ট, অনুমোদন দিল PM Cares Fund

Last Updated:

দেশজুড়ে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জেলা সদরের বাছাই করা সরকারি হাসপাতালগুলিতে এই প্রেসার স্যুইং অ্যাডসর্পশন মেডিক্যাল অক্সিজেন জেনারেশন প্ল্যান্টগুলি বসানো হবে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

দেশজুড়ে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জেলা সদরের বাছাই করা সরকারি হাসপাতালগুলিতে এই প্রেসার স্যুইং অ্যাডসর্পশন মেডিক্যাল অক্সিজেন জেনারেশন প্ল্যান্টগুলি বসানো হবে৷ প্ল্যান্ট বসানোর জন্য প্রয়োজনীয় সরঞ্জাম কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফেই কেনা হবে৷ প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, যত দ্রুত সম্ভব এই অক্সিজেন প্ল্যান্টগুলি চালু করে দিতে হবে৷ এর ফলে জেলা স্তরে অক্সিজেন সরবরাহের ঘাটতি অনেকটাই মিটবে বলে মনে করছে কেন্দ্রীয় সরকার৷

advertisement

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ট্যুইট করে এই সিদ্ধান্তের জন্য কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন৷ প্রেস ইনফরমেশন ব্যুরো-র তরফে ট্যুইট করে অবশ্য দাবি করা হয়েছে, এই বছরের শুরুতেই পিএম কেয়ার্স ফান্ড থেকে ১৬২টি

প্রেসার স্যুইং অ্যাডসর্পশন মেডিক্যাল অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট বসানোর জন্য ২০১.৫৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল৷ হাসপাতালের ভিতরেই এই ধরনের ছোট প্ল্যান্ট থাকলে হাসপাতালগুলির দৈনিক অক্সিজেনের চাহিদা সেখান থেকেই মেটানো সম্ভব হবে বলে দাবি কেন্দ্রের৷ জেলা স্তরের স্বাস্থ্য পরিকাঠামো অনেকটাই শক্তিশালীও হবে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

দেশের বিভিন্ন রাজ্যে অক্সিজেনের সংকট দেখা দেওয়ার পর বোঝা গিয়েছে, দেশের এক প্রান্ত থেকে অন্যত্র অক্সিজেন নিয়ে যেতেই অনেকটা সময় চলে যাচ্ছে৷ এমনও বোঝা গিয়েছে, এই ধরনের অক্সিজেন পরিবহণের জন্য প্রয়োজনীয় ট্যাঙ্কারেরও অভাব রয়েছে দেশে৷ ফলে দীর্ঘ পথ পেরিয়ে হাসপাতালে অক্সিজেন পৌঁছে দিতেই অনেকটা সময় চলে যাচ্ছে৷

বাংলা খবর/ খবর/দেশ/
Oxygen Crisis: দেশ জুড়ে সরকারি হাসপাতালে ৫৫১টি অক্সিজেন প্ল্যান্ট, অনুমোদন দিল PM Cares Fund
Open in App
হোম
খবর
ফটো
লোকাল