TRENDING:

এবার শ্রীকৃষ্ণের জন্মস্থান ফেরানোর দাবি, ইদগাহ সরাতে মথুরায় মামলা

Last Updated:

উত্তর প্রদেশের সেন্ট্রাল ওয়াকফ বোর্ড এবং শাহি ইদগাহ ট্রাস্টের ম্যানেজমেন্ট কমিটিকেও এই মামলায় যুক্ত করা হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: এবার মথুরায় শ্রীকৃষ্ণের মন্দির চত্বরের পাশ থেকে ইদগাহ সরিয়ে দেওয়ার আবেদন জানিয়ে দায়ের হল মামলা৷ মথুরার সিনিয়র ডিভিশন সিভিল জাজের কোর্টে ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমানের তরফে এই মামলাটি দায়ের করেছেন রঞ্জনা অগ্নিহোত্রি নামে লখনউয়ের এক বাসিন্দা৷
advertisement

উত্তরপ্রদেশের সেন্ট্রাল ওয়াকফ বোর্ড এবং শাহি ইদগাহ ট্রাস্টের ম্যানেজমেন্ট কমিটিকেও এই মামলায় যুক্ত করা হয়েছে৷ শ্রীকৃষ্ণের জন্মস্থানে অবস্থিত মন্দির চত্বরের ১৩.৩৭ একর জমি পুনরুদ্ধারের জন্য এই মামলায় দাবি জানানো হয়েছে৷

মামলাকারীর অভিযোগ, শ্রীকৃষ্ণ জন্মস্থান ট্রাস্টের অধীনে থাকা জমি জবরদখল করে কয়েকজন মুসিলেমর সাহায্যে সেখানে একটি কাঠামো নির্মাণ করা হয়েছে৷ আরও দাবি করা হয়েছে, ওই কাঠামোর নীচেই শ্রীকৃষ্ণের জন্মস্থান রয়েছে, যা মন্দিরের ট্রাস্ট দেখাশোনা করত৷

advertisement

মামলাকারীর তরফে আরও অভিযোগ করা হয়েছে, মন্দির পরিচালনার দায়িত্বে থাকা শ্রীকৃষ্ণ জন্মস্থান সেবা সংস্থান বিতর্কিত ওই সম্পত্তি দখল করার জন্য ইদগাহ ট্রাস্টের সঙ্গে বেআইনি সমঝোতা করেছিল৷ মামলার হলফনামায় বলা হয়েছে, 'শ্রীকৃষ্ণ জন্মস্থান সেবা সংস্থান মন্দির এবং ভক্তদের স্বার্থের বিরুদ্ধে গিয়ে ১৯৬৮ সালে মসজিদ ইদগাহ ম্যানেজমেন্ট কমিটি ট্রাস্টের সঙ্গে বেআইনিভাবে আপোস করে৷ যার ফলে মন্দিরের সম্পত্তির একটা বড় অংশ হাতছাড়া হয়৷' ১৯৭৩ সালের ২০ জুলাই এই সংক্রান্ত এই মামলায় রায়ও দিয়েছিল মথুরার ফৌজদারি বিচারক৷ নতুন মামলায় সেই রায় বাতিলের আবেদন জানানো হয়েছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

যদিও ১৯৯১ সালে পাশ হওয়া ধর্মীয় স্থানের আইনে (স্পেশাল প্রভিশন অ্যাক্ট) অনুযায়ী কোনও মন্দিরকে মসজিদে বদলে বা উল্টোটা করাও নিষিদ্ধ৷ একমাত্র অযোধ্যার রাম জন্মভূমির বিতর্কিত জমিটিকে এই আইনের বাইরে রাখা হয়েছিল৷ অযোধ্যা মামলার রায় দেওয়ার সময়ও এই আইনের উল্লেখ করেছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা৷ একই সঙ্গে তাঁরা জানিয়ে দিয়েছিলেন, অযোধ্যার রাম জন্মভূমির উদাহরণ দিয়ে অন্য কোনও মামলা গ্রহণ করা যাবে না৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
এবার শ্রীকৃষ্ণের জন্মস্থান ফেরানোর দাবি, ইদগাহ সরাতে মথুরায় মামলা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল