দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তদন্ত শুরু করে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিমানটি প্রশিক্ষণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে। এটি যে প্রশিক্ষণ কেন্দ্রের ছিল, সেটি বেসরকারি একটি সংস্থার বলে জানা গেছে।
আরও পড়ুন: কাশ্মীরের পহেলগাঁওয়ের পর্যটকদের লক্ষ্য করে জঙ্গিদের গুলি! মৃত ১, আহত একাধিক
advertisement
উল্লেখযোগ্যভাবে, এর আগেও ১ এপ্রিল মেহসানার উচ্ছরপি গ্রামে একটি ছোট প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার শিকার হয়েছিল। সেদিনও একটি বেসরকারি সংস্থার বিমান প্রশিক্ষণের সময় খেতে ভেঙে পড়ে। ফলে গুজরাটে পরপর দুই প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনা নিয়ে উদ্বেগ বাড়ছে।
পুলিশ সূত্র জানিয়েছে, এই ঘটনার পেছনে প্রযুক্তিগত ত্রুটি, চালকের ভুল নাকি আবহাওয়া—কোনটি দায়ী, তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার স্থান ঘিরে রাখা হয়েছে এবং ফরেনসিক টিমও তদন্তে নেমেছে।
প্রশিক্ষণ বিমানগুলোর নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশাসন ও বিমান কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। একাধিক দুর্ঘটনা সামনে আসায় সাধারণ মানুষও বিমানের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।
আহতদের কোনও খোঁজ পাওয়া যায়নি, কারণ বিমানটিতে শুধুমাত্র পাইলটই ছিলেন। তার পরিচয় ও পরিবারকে জানানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। এই ঘটনায় নতুন করে বিমান প্রশিক্ষণের নিয়ম ও নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার দাবি উঠেছে।