যে কামরায় প্রথম আগুন লাগে, সেখান থেকে দ্রুত পাশের কামরায় ছড়িয়ে পড়ে অগ্নিশিখা। যাত্রীদের দ্রুত নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। ঘটনাস্থলে পৌঁছয় দমকল। সকাল ৭.১৫ নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ওই কামরা ছাড়া বাকি কোনও কামরায় বড় ক্ষয়ক্ষতি হয়নি বলেই খবর পাওয়া গিয়েছে রেল সূত্রে।
advertisement
মাদুরাইয়ের জেলাশাসক এম এস সঙ্গীতা জানান ‘‘আজ ভোর ৫.৩০ নাগাদ মাদুরাই স্টেশনে দাঁড়িয়ে ছিল ট্রেনটি। ট্রেনটির একটি কামরায় আগুন লেগে গিয়েছিল। উত্তরপ্রদেশ থেকে আগত তীর্থযাত্রীরা ওই ট্রেনে ছিলেন। তাঁরা কফি তৈরির জন্য কামরায় গ্যাস জ্বালাতেই সিলিন্ডার ফেটে যায়। আমরা এখনও পর্যন্ত ৯ টি দেহ উদ্ধার করতে পেরেছি।’’
advertisement
এখনও পর্যন্ত উত্তরপ্রদেশ থেকে আসা নিহত ৬ জন পর্যটককে শনাক্ত করা সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডের তদন্ত চলছে।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 26, 2023 10:30 AM IST