অকোলার জেলাশাসক নীমা অরোরা জানিয়েছন, ‘‘ওই টিনের চালের নীচে অন্তত ৪০ জন অপেক্ষা করছিলেন। দুর্ঘটনার পর তাঁদের মধ্যে ৩৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে ৪ জনকে মৃত ঘোষণা করা হয়। পরবর্তীতে মৃতের সংখ্যা বেড়ে হয় ৭। আকোলা জেলার পারস অঞ্চলে ওই পুণ্যার্থীরা একটি ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে সমবেত হয়েছিলেন।
advertisement
এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। তিনি ট্যুইটারে তাঁর শোকবার্তা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে এই দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান ফড়নবীশ।
আরও পড়ুন : বারবার তিনবার! ফের ভূমিকম্পের ঝটকায় দুলে উঠল দেশের ‘এই’ অংশ
দুর্ঘটনার পরেই অকুস্থলে পৌঁছন জেলাশাসক এবং পুলিশ সুপার। আহতদের দ্রুত শুশ্রূষার ব্যবস্থা করা হয়। জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন আহতরা। যাঁদের আঘাত তুলনামূলকভাবে কম, তাঁদের প্রাথমিক শুশ্রূষা করা হয় বালাপুর হাসপাতালে।