TRENDING:

দাম কমল পেট্রোল ও ডিজেলের

Last Updated:

মূল্যবৃদ্ধির বাজারে এই খবর হয়ত খানিক স্বস্তি দেবে জনসাধারণকে ৷ কমল পেট্রোল ও ডিজেলের দাম ৷ লিটার প্রতি ৭৪ পয়সা সস্তা হল পেট্রোল ৷ অন্যদিকে, ডিজেলের দাম কমল প্রতি লিটারে ১.৩০ পয়সা ৷ শুক্রবার মাঝরাত থেকেই কার্যকর হবে এই নতুন দাম ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: মূল্যবৃদ্ধির বাজারে এই খবর হয়ত খানিক স্বস্তি দেবে জনসাধারণকে ৷ কমল পেট্রোল ও ডিজেলের দাম ৷ লিটার প্রতি ৭৪ পয়সা সস্তা হল পেট্রোল ৷ অন্যদিকে, ডিজেলের দাম কমল প্রতি লিটারে ১.৩০ পয়সা ৷ শুক্রবার মাঝরাত থেকেই কার্যকর হবে এই নতুন দাম ৷
advertisement

এরফলে এদিন মাঝরাত থেকে কলকাতায় প্রতি লিটার ডিজেল মিলবে ৪৮.৭৯ টাকায় ৷ আর পেট্রোলের দাম দাঁড়াল ৬০.৫৮ টাকা ৷

প্রায় একমাস আগেই বাড়ানো হয়েছিল পেট্রোল ও ডিজেলের দাম ৷ পেট্রোলের দাম বেড়েছিল ২ টাকা ১৯ পয়সা ৷ অন্যদিকে লিটারপিছু ৯৮ পয়সা দাম বেড়েছিল ডিজেলের ৷

বাংলা খবর/ খবর/দেশ/
দাম কমল পেট্রোল ও ডিজেলের