TRENDING:

অর্থই ছিল পিটারের আসল মোটিভ, জানাল সিবিআই

Last Updated:

শিনা খুনের পিছনে অর্থই আসল মোটিভ। শিনা খুনের পর তাঁর অ্যাকাউন্ট থেকে পিটারের টাকা সরানোতেই স্পষ্ট তাঁর অভিসন্ধি । শুধু টাকা সরানোই নয়, সম্পত্তি হস্তান্তর ও ভুয়ো কাগজ তৈরিতেও আসল মাথা ছিল পিটার। আদালতে এই দাবি তুলেই সওয়াল করলেন সিবিআই-এর আইনজীবী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: শিনা বোরা হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত মিডিয়া ব্যারণ পিটার মুখোপাধ্যায়ের ২৬ নভেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দিল মুম্বই আদালত। সোমবার পিটারের হেফাজত আরও ১০ দিন বাড়ানোর আর্জি জানায় সিবিআই। আর্থিক কারণেই খুন শিনা বোরাকে, আদালতে জানালেন সিবিআই আধিকারিকরা।
advertisement

শিনা খুনের পিছনে অর্থই আসল মোটিভ। শিনা খুনের পর তাঁর অ্যাকাউন্ট থেকে পিটারের টাকা সরানোতেই স্পষ্ট তাঁর অভিসন্ধি । শুধু টাকা সরানোই নয়, সম্পত্তি হস্তান্তর ও ভুয়ো কাগজ তৈরিতেও আসল মাথা ছিল পিটার মুখোপাধ্যায়। আদালতে এই দাবি তুলেই সওয়াল করলেন সিবিআই-এর আইনজীবী।

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

সূত্রের খবর, সোমবার আদালতে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন দুই পক্ষের আইনজীবীরা। পিটারের আইনজীবী অভিযোগ করেন, পিটারকে ফাঁসাতেই মামলা সাজাচ্ছে সিবিআই। তবে সিবিআই সাফ জানিয়েছে, পিটারের আর্থিক নথি ও ফোনে কথোপকথনের রেকর্ডও আদালতে পেশ করতে তৈরি তাঁরা। আগামী ২৬ নভেম্বর পর্যন্ত পিটারকে সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
অর্থই ছিল পিটারের আসল মোটিভ, জানাল সিবিআই