শিনা খুনের পিছনে অর্থই আসল মোটিভ। শিনা খুনের পর তাঁর অ্যাকাউন্ট থেকে পিটারের টাকা সরানোতেই স্পষ্ট তাঁর অভিসন্ধি । শুধু টাকা সরানোই নয়, সম্পত্তি হস্তান্তর ও ভুয়ো কাগজ তৈরিতেও আসল মাথা ছিল পিটার মুখোপাধ্যায়। আদালতে এই দাবি তুলেই সওয়াল করলেন সিবিআই-এর আইনজীবী।
সূত্রের খবর, সোমবার আদালতে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন দুই পক্ষের আইনজীবীরা। পিটারের আইনজীবী অভিযোগ করেন, পিটারকে ফাঁসাতেই মামলা সাজাচ্ছে সিবিআই। তবে সিবিআই সাফ জানিয়েছে, পিটারের আর্থিক নথি ও ফোনে কথোপকথনের রেকর্ডও আদালতে পেশ করতে তৈরি তাঁরা। আগামী ২৬ নভেম্বর পর্যন্ত পিটারকে সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 23, 2015 6:15 PM IST