TRENDING:

ডান্ডি পদযাত্রা ২: মাওবাদী-সরকারের শান্তিপূর্ণ সহাবস্থানের লক্ষ্যে মধ্যপ্রদেশে উদ্যোগী জনতা

Last Updated:

সমীক্ষায় অংশগ্রহণকারী জনতার ৯২ শতাংশ এই অভিমত ব্যক্ত করেন যে বিবদমান দুই পক্ষের মধ্যে একটা শান্তিপূর্ণ সহাবস্থান থাকা উচিৎ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বস্তার: কিছু দিন আগে ফোন মারফত একটি সমীক্ষা করা হয়েছিল। বিষয়বস্তু ছিল এই যে মধ্যপ্রদেশে জারি সরকার এবং মাওবাদী সংঘর্ষের সমাপ্তি কী ভাবে করা যায়। কেন না, এই সংঘর্ষে সাধারণ মানুষের জীবনও এসে দাঁড়িয়েছে সঙ্কটের মুখে। সঙ্গত কারণেই এই ফোন সমীক্ষায় অংশগ্রহণকারী জনতার ৯২ শতাংশ এই অভিমত ব্যক্ত করেন যে বিবদমান দুই পক্ষের মধ্যে একটা শান্তিপূর্ণ সহাবস্থান থাকা উচিৎ। আর তা পারস্পরিক আলাপ-আলোচনা ছাড়া সম্ভব নয়। সরকার এবং মাওবাদী- এই দুই পক্ষকেই সেই আলোচনার লক্ষ্যে অনুপ্রাণিত করতে মধ্যপ্রদেশের বস্তার থেকে রায়পুর পর্যন্ত ১২ মার্চ একটি পদযাত্রার আয়োজন করা হয়েছে। যাতে সাধারণ মানুষের সঙ্গে যোগ দিতে চলেছেন সংঘর্ষে পীড়িত পরিবারের সদস্য এবং তাঁদের পাশে থাকা কিছু মাওবাদী আন্দোলনকারী। মহাত্মা গান্ধীর লবণ সত্যাগ্রহের কথা মাথায় রেখে এই পদযাত্রাকে ডান্ডি পদযাত্রা ২ নাম দেওয়া হয়েছে।
advertisement

১৯৩০ সালের ১২ মার্চ গান্ধীজির ডান্ডি অভিযান শুরু হয়েছিল। শান্তিপূর্ণ এই পদযাত্রাও সেই দিন থেকেই সুরু করার লক্ষ্য স্থির করা হয়েছে। তবে এই প্রসঙ্গে একটি কথা উল্লেখ না করলেই নয়। ডান্ডি পদযাত্রার শেষে মহাত্মা গান্ধী এবং তাঁ অনুচরেরা ব্রিটিশ সরকারের লবণ আইন অমান্য করেছিলেন। কিন্তু এই পদযাত্রায় অংশগ্রহণকারীরা কোনও রকম আইন উল্লঙ্ঘণ করবেন না। যাতে আইনি পথে সুষ্ঠু ভাবে সব সমস্যার সমাধান হয়, সেটা দেখাই ডান্ডি পদযাত্রা ২-এর একমাত্র উদ্দেশ্য। এছাড়া ২৩-২৪ মার্চ পদযাত্রার শেষে রায়পুরে একটি শান্তি সম্মেলনের আয়োজনও করা হয়েছে। যাতে পদযাত্রায় অংশগ্রহণকারী সদস্যেরা নিজেদের মনের কথা প্রকাশ্যে আনতে পারেন।

advertisement

বর্তমানে মধ্যপ্রদেশে সরকার এবং মাওবাদী বিবাদ একটি ভয়াবহ রূপ নিয়েছে। বিগত ২০ বছরে এই সংঘর্ষে ১২ হাজারেরও উপর মানুষের মৃত্যু হয়েছে, এঁদের মধ্যে প্রায় হাজারখানেক সাধারণ মানুষ, আন্দোলনের সঙ্গে যাঁদের কোনও সম্পর্ক নেই। কত মানুষ গৃহহীন হয়েছেন, তার কোনও ইয়ত্তা নেই। সঠিক পরিসংখ্যানের লক্ষ্যে পীড়িতদের একটি রেজিস্টার তৈরি করার প্রয়াসও চলছে। এর জন্য আলাদা করে একটি মোবাইল নম্বর রাখা হয়েছে। পীড়িতরা চাইলে 7477288333 নম্বরে কল করে নিজেদের দুর্দশার কথা ভাগ করে নিতে পারেন।

advertisement

মাওবাদী সমস্যা বিশ্বদরবারেও নতুন কিছু নয়। কিন্তু বিশ্বের অনেক দেশেই এই সমস্যার সমাধান হয়ে গিয়েছে। বাকি পড়ে রয়েছে কেবল ভারত আর ফিলিপাইন্স। ফিলিপাইন্সের সরকার আন্দোলনকারীদের সঙ্গে এ সমস্যা সমাধানের লক্ষ্যে আলোচনা শুরু করে দিয়েছে। কিন্তু এই দেশে এখনও পর্যন্ত এরকম কোনও উদ্যোগ নেওয়া হয়নি। ছত্তিসগড়ে অবশ্য কংগ্রেস এই ঘোষণা করেছে যে ক্ষমতায় এলে তারা সেখানে নকশাল আন্দোলনে ইতি টানার জন্য আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসবে। কিন্তু বৃহত্তর ক্ষেত্রে এখনও পর্যন্ত বিষয়টি উপেক্ষিত রয়ে গিয়েছে। তাই বিবদমান দুই পক্ষকেই অনুরোধ করা হচ্ছে যে তাঁরা যেন পারস্পরিক আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ পথে সমাধানসূত্র খুঁজে নেন। বিশদে জানার জন্য কল করতে পারেন এই দুই নম্বরের যে কোনও একটায়- 8602008333/9811066749।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Written By: Anirban Chaudhury

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
ডান্ডি পদযাত্রা ২: মাওবাদী-সরকারের শান্তিপূর্ণ সহাবস্থানের লক্ষ্যে মধ্যপ্রদেশে উদ্যোগী জনতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল