TRENDING:

পয়লা বৈশাখে দুই বাংলার মিলনের ছবি দেখল গোয়ালপোখর

Last Updated:

কাঁটাতারের বেড়াজালের বাঁধন বুকে নিয়েই নতুন বছরের প্রথম দিনেই মিলন। এই মিলন দুদেশের, এপার বাংলার সঙ্গে ওপার বাংলার মানুষের মিলনমেলা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গোয়ালপোখর: কাঁটাতারের বেড়াজালের বাঁধন বুকে নিয়েই নতুন বছরের প্রথম দিনেই মিলন। এই মিলন দুদেশের, এপার বাংলার সঙ্গে ওপার বাংলার মানুষের মিলনমেলা। এক বছরের অপেক্ষার পর প্রিয়জনদের একটু দেখা, দুটো কথা বলা। প্রতিবছরই নতুন বছরের প্রথম দিনে উত্তর দিনাজপুর জেলা গোয়ালপোখর থানার কিচকটোলায় ভারত-বাংলাদেশ সীমান্তে মিলন মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। আজও হয়নি তার ব্যাতিক্রম।
advertisement

আজ রবিবার সকাল থেকেই বাংলার ও বিহারের হাজার হাজার মানুষ এই গোয়ালপোখরের ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার ফুলবাড়ি গ্রামে হাজির হন। অন্যদিকে কাঁটাতারের ওপারে বাংলাদেশের নঁওগা গ্রামের বাংলাদেশী বাসিন্দারাও হাজির হয়েছিলেন। মাঝে কাঁটাতারের বেড়াজাল থাকলেও দীর্ঘ কয়েক বছর বাবা-মা, আত্মীয় পরিজনের সঙ্গে একটিবারের জন্য চোখের দেখা হওয়ার আবেগ কোনওভাবেই বাধা মানে না চোখের জলের।

advertisement

১৯৪৭ সালে ভারতবর্ষ থেকে আলাদা হয়ে যায় বাংলাদেশ। দুই দেশের ভাষা, সংস্কৃতি, এক। দু’দেশের বুক চিরে কাটাতাঁরের বেড়া দিয়ে বিচ্ছিন্ন করে দেওয়া হলেও, দেশের মানুষের মনকে বিচ্ছিন্ন করে দিতে পারেনি। তারই প্রতিচ্ছবি দেখা যায় পয়লা বৈশাখেলর এই মিলনমেলায়। এপারের বাংলা ও বিহারের হাজার হাজার মানুষ যেমন এসেছেন তেমনি তার আত্মীয় পরিজনেরাও এয়াসেছেন বাংলাদেশ থেকে। শুধু দেখা করাই নয়,আত্মীয়দের কাছে তার সাধ্যমত জামাকাপড়,মিষ্টি,ফল তুলে দিয়েছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হাড় কাঁপানো শীতে পুরুলিয়ায় 'গ্রাউন্ড ফ্রস্ট', গাড়ির কাচ, খড়ের গাদায় জমা বরফ
আরও দেখুন

বিএসএফের কড়া নজরদারির মধ্যেই দুই দেশের মানুষের তার পরিজদের জন্য আনা জিনিসপত্র কাটাতাঁরের উপর দিয়ে পার করছে। উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখরে এই মিলনমেলা শুরু হওয়ায় খুশি বাসিন্দারা।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
পয়লা বৈশাখে দুই বাংলার মিলনের ছবি দেখল গোয়ালপোখর