স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, যাঁরা টীকাকরণের জন্য ইচ্ছুক তাঁদের অনলাইনে রেজিস্ট্রেশন করাতে হবে ৷ আগামী বছর জানুয়ারি থেকে অগাস্ট মাসের মধ্যে প্রায় ৩০ কোটি মানুষকে করোনার টীকা দেওয়া হবে ৷ এর মধ্যে ১ কোটি স্বাস্থ্যকর্মী, পুলিশ ও নগর নিগমের কর্মীরা-সহ অন্যান্য ফ্রন্ট লাইনে কর্মরতরা সামিল রয়েছেন ৷ এরপর তাঁদের টীকা দেওয়া হবে যাঁদের বয়স ৫০ বছরের বেশি, বা যাঁদের ডায়েবিটিস বা অন্যান্য রোগ রয়েছে যা করোনা সংক্রমণে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয় ৷ ফলে এই হিসেব অনুযায়ী, সাধারণ মানুষকে টীকার জন্য প্রায় এক বছরের বেশি সময়ের জন্য অপেক্ষা করতে হবে ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 19, 2020 8:33 AM IST