#অ্যান্টারটিকা: পেঙ্গুইন ৷ দেখেই যাদের দারুণ লাগে ৷ সেই প্রাণী আজ প্রায় বিলুপ্ত হওয়ার পথে ৷ প্রধানত কুমেরুর বাসিন্দা পেঙ্গুইনরা সংখ্যায় ছিল প্রায় এক লক্ষ ৬০ হাজারের মতো ৷ সেখানে গত ছ’বছরে দেড় লক্ষ পেঙ্গুইন মারা গিয়েছে ৷ তাই সবমিলিয়ে মাত্র ১০ হাজার পেঙ্গুইনই এখন অবশিষ্ট রয়েছে এই পৃথিবীতে ৷ এভাবে ব্যাপক হারে কেন কমছে পেঙ্গুইনের সংখ্যা ? বিজ্ঞানীদের মতে, কুমেরু এলাকায় একটি বিরাট হিমশৈল এসে আটকে যাওয়াতেই সমস্যায় পড়েছে পেঙ্গুইনরা ৷ আয়তনে প্রায় একটা শহরের সমান এই হিমশৈলর জন্য খাবারের সন্ধান পেতে সমস্যায় পড়ছে পেঙ্গুইনরা ৷ কারণ খাবার পেতে প্রায় ৭০ মাইল পথ পেরোতে হচ্ছে পেঙ্গুইনদের ৷ ওই হিমশৈলটিই বদলে দিয়েছে তাদের জীবনযাপন ৷ কিন্তু গত আট-ন’মাসে উল্লেখযোগ্য ভাবে ওদের সংখ্যাটা কমে গিয়েছে বলে বিশেষজ্ঞেরা জানিয়েছেন। তবে এখানেই শেষ নয়, এমন চললে যে আগামী ২০ বছরেই পেঙ্গুইনরা পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে, সে সতর্কবার্তাও দিয়ে রেখেছেন বিজ্ঞানীরা। অবশ্য হিমশৈলটি অন্য কোথাও সরে গেলে বা ভেঙে গেলে হয়তো প্রাণে বেঁচে গেলেও যেতে পারে পেঙ্গুইনরা।