তবে বিতর্কের কিছু ভাল দিকও আছে। দু রাজ্যের কল্যাণমূলক ও জনহিতকর প্রকল্প থেকেই পওয়ার পরিবার উপকৃত হন। তাঁদের গাড়িতে মহারাষ্ট্র ও তেলেঙ্গানার রেজিস্ট্রেশন প্লেট আছে। তবে দু’ রাজ্যেই তাঁরা কর দেন। তাঁদের বাড়িতে মোট ১০ টি ঘর। সেগুলির মধ্যে চারটি ঘর দাঁড়িয়ে আছে মহারাষ্ট্রে। চারটি ঘরের ভৌগোলিক অবস্থান তেলেঙ্গানায়। রান্নাঘর পড়েছে তেলেঙ্গানায়, বাথরুম আছে মহারাষ্ট্রে। এভাবেই বছরের পর বছর বাস করছেন তাঁরা।
advertisement
আরও পড়ুন : 'বাহন পুজো'! প্রায় ৬ মিলিয়ন ডলারের নতুন হেলিকপ্টার নিয়ে এসে মন্দিরে পুজো দিলেন শিল্পপতি
গৃহকর্তা উত্তম পওয়ার সংবাদ সংস্থাকে জানিয়েছেন, " আমাদের বাড়ি মহারাষ্ট্র ও তেলেঙ্গানার মধ্যে দাঁড়িয়ে আছে। কিন্তু আজ পর্যন্ত আমাদের কোনও সমস্যা হয়নি। আমরা দুই রাজ্যেই সম্পত্তিকর দিই। দু রাজ্য থেকেই সরকারি প্রকল্পের সুবিধে পাই।" সীমানাবর্তী ভূখণ্ড নিয়ে রাজ্যে রাজ্যে যে দ্বন্দ্বই থাকুক না কেন, সংশ্লিষ্ট বাড়ির বাসিন্দারা অবশ্য দিব্যি আছেন।