গত ৮ এপ্রিল সিঙ্গাপুরে স্কুলের সামার ক্যাম্পে আহত হয় ছোট্ট মার্ক৷ শিশুর হাত এবং পা পুড়ে যায়৷ অনেকটা ধোঁয়া তার পেটেও চলে যায়৷ ছেলের সুস্থতা প্রার্থনা করে নিজের চুল ঈশ্বরের চরণে দান করার মানত করেন অ্যানা৷ তাঁর স্বামী অভিনেতা তথা রাজনৈতিক নেতা পবন কল্যাণ যে দলের সদস্য, সেই জনসেনা পার্টির তরফে জানানো হয়েছে সবরকম নীতি পালন করে কেশ নিবেদন করেছেন অ্যানা৷ প্রসঙ্গত সম্পূর্ণ চিকিৎসার পর রবিবারই সিঙ্গাপুর থেকে ভারতে ফেরে মার্ক৷ হায়দরবাদ বিমানবন্দরে পবনের কোলে দেখা যায় মার্ককে৷ পাশে ছিলেন মা অ্যানা৷ চিকিৎসকরা জানিয়েছেন আপাতত সুস্থ আছে ছোট্ট মার্ক৷
advertisement
আরও পড়ুন : চলছে ‘ট্রায়াল রান’, আগামী মাসেই গঙ্গার নীচ দিয়ে হাওড়া থেকে সল্টলেক যেতে পারবেন মেট্রোয়?
২০১৩ সালে রুশ তরুণী অ্যানাকে বিয়ে করেন অভিনেতা থেকে রাজনীতিতে পা রাখা পবন৷ এটা তাঁর তৃতীয় বিয়ে৷ চিরঞ্জীবী এবং নগেন্দ্রবাবুর ভাই পবনের প্রথম স্ত্রী ছিলেন নন্দিনী৷ ১৯৯৯ সালে ভেঙে যায় তাঁদের ২ বছরের দাম্পত্য৷ ১০ বছর পর তেলুগু অভিনেত্রী রেণু দেশাইকে বিয়ে করেন পবন৷ তাঁদের এক ছেলে এবং এক মেয়ে আছে৷ সেই বিয়ে ভেঙে যায় ২০১২ সালে৷ তার পরের বছরই অ্যানার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন পবন৷ মার্ক ছাড়াও তাঁদের একটি মেয়ে আছে৷ তার নাম পোলেনা অঞ্জনা পাওয়ানোভা৷ রাজনীতির মঞ্চ ছাড়াও তেলুগু ছবির জনপ্রিয় অভিনেতা পবনের নাম সমাজসেবার ক্ষেত্রেও চর্চিত৷