বেলা ১১টা পর্যন্ত যা পরিস্থিত তাতে এনডিএর দখলে ১২৫টি আসন ৮ রাউন্ডের গণনার শেষে । মহাজোটের দখলে রয়েছে ১০৯ টি আসন। সেক্ষেত্রে বিজেপি একাই দখলে রেখেছে ৬৩ টি আসন ৷ শরিক জেডিইউ ৫৭ টি আসনে এগিয়ে। যদিও আরও কয়েক রাউন্ড গণনার পর হিসেব বদলাতেই পারে ৷ কোভিড বিধি মেনে গণনা হচ্ছে বলে ভোটের চূড়ান্ত ফলাফল বেরোতে কিছুটা বেশি সময় লেগে যাবে আজ ৷
advertisement
ভোজপুরের কথা বললে, ভোজপুরের সাতটি আসনের মধ্যে কোনওটিতেই বিজেপি বা এনডিএ প্রার্থী এখনও পর্যন্ত এগোতে পারেননি। ভোজপুরে, যেখানে আরজেডি বারাহারা এবং সন্দেশে এগিয়ে রয়েছে মহাজোট। তারারিতে এগিয়ে রয়েছে এবং আগিয়ানভেরও এগিয়ে রয়েছে। বাক্সরের রাজপুর আসন এগিয়ে কংগ্রেস প্রার্থীরা, এবং বিহার সরকারের মন্ত্রী সন্তোষ কুমার নিরালা দ্বিতীয় স্থানে রয়েছেন।
তেজস্বী যাদবকে ঘিরে রাঘোপুর আসনে নজর টিকে রয়েছে। তাঁকে বিহারের ভাবী মুখ্যমন্ত্রী হিসাবে বিহারের এক্সিট পোলগুলি তুলে ধরেছিল। তবে দেখা যাচ্ছে রাঘোপুর আসনে তেজস্বী এগিয়ে মাত্র ৭০০ ভোটে। তাঁর ঝুলিতে সকাল সাড়ে নটা পর্যন্ত এসেছে ২৫১২টি ভোট।
তেজ প্রতাপ দাঁড়িয়েছেন হাসানপুর থেকে। সমস্তিপুরের এই এলাকা থেকে তিনি এগিয়ে রয়েছেন। তবে সেভাবে উল্লেখযোগ্য কোনও পরিস্থিতি তৈরি হয়নি এখনও।