TRENDING:

পাঠানকোট হামলায় জইশ প্রধান মাসুদ আজহার সহ চার জঙ্গির নামে NIA-এর চার্জশিট

Last Updated:

পাঠানকোট হামলায় চার্জশিট পেশ ৷ সোমবার মোহালিতে পেশ করা NIA-এর চার্জশিটে মূল অভিযুক্ত হিসেবে জইশ প্রধান মাসুদ আজহারের নাম সামনে এসেছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: পাঠানকোট হামলায় চার্জশিট পেশ ৷ সোমবার মোহালিতে পেশ করা NIA-এর চার্জশিটে মূল অভিযুক্ত হিসেবে জইশ প্রধান মাসুদ আজহারের নাম সামনে এসেছে ৷ পাঠানকোট হামলায় অভিযুক্ত হিসেব মাসুদ সহ আরও চারজন জইশ জঙ্গির নাম রয়েছে NIA চার্জশিটে ৷ হামলার ‘মাস্টারমাইন্ড’ হিসেবে মাসুদ আজহারের নাম উল্লেখ করেছে NIA ৷
advertisement

NIA-এর পেশ করা চার্জশিটে লস্করের ডেপুটি চিফ মুফতি আবদুল রউফেরও নাম রয়েছে ৷ মাসুদ আজহারের ভাই এই আবদুল রউফ ৷ দুজনেই পাকিস্তানের ভাওয়ালপুরের বাসিন্দা ৷ চার্জশিটে নাম থাকা তৃতীয় জইশ জঙ্গি হল শহিদ লতিফ ৷ নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মহম্মদের লঞ্চিং কমান্ডার পাকিস্তানের গুজরানওয়ালার বাসিন্দা লতিফ ৷ হামলার মূল ‘হ্যান্ডলার’ হিসেবে চার্জশিটে কাসিফ জানের নাম উল্লেখ করেছে জাতীয় তদন্তকারী সংস্থা ৷ পাকিস্তানের চারসাদার বাসিন্দা কাসিফ জান ৷ এছাড়াও আরও চার জঙ্গির নাম রয়েছে চার্জশিটে ৷ নাসির হুসেন, আবু বাকার, উমর ফারুক ও আবদুল কোয়াম ৷ এরা সকলেই পাকিস্তানের নাগরিক ৷

advertisement

চার্জশিটে এদের সকলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা সহ ১২০বি, ১২১, ১২১এ, ৩০৫, ৩০২, ৩০৭, ৩৬৪, ৩৬৫, ৩৬৭, ৩৬৮ ও ৩৯৮ ধারা রুজু করা হয়েছে ৷ অভিযুক্ত চার জঙ্গির বিরুদ্ধে অস্ত্র আইন, সরকারি সম্পত্তি নষ্ট, বিস্ফোরক মজুত ও ব্যবহারেও অভিযোগ আনা হয়েছে নাসির হুসেন, আবু বাকার, উমর ফারুক ও আবদুল কোয়ামের বিরুদ্ধে ৷ সকলের নামেই রেড কর্নার নোটিস জারি করে ইন্টারপোল ৷

advertisement

চার্জশিটে NIA জানিয়েছে, ‘সন্ত্রাসবাদের উদ্দেশ্যে পাকিস্তানে সামরিক প্রশিক্ষণ নিয়েই হামলা চালায় জঙ্গিরা ৷ সিম্বল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে জঙ্গিরা ৷ সীমান্তে পাকিস্তানের খাবারের প্যাকেট পাওয়া গিয়েছে ৷ ভারতে প্রবেশের পর ভাগোয়াল গ্রামে আশ্রয় নিয়েছিল জঙ্গিরা ৷ ইনোভা ট্যাক্সি হাইজ্যাক করে তারা ৷ দুস্তি এলাকায় গাড়িটির দুর্ঘটনা ঘটার পর চালককে নৃশংসভাবে খুন করা হয় ৷ চালকের দেহ লোপাট করে গাড়িটিকে জ্বালিয়ে দেয় জঙ্গিরা ৷ ঘটনাস্থল থেকে তিনটি মোবাইলের সন্ধান মেলে ৷ তিনটি নম্বরই ছিল পাকিস্তানের ৷’

advertisement

চলতি বছরের জানুয়ারি মাসের ২ তারিখ পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালায় জঙ্গিরা ৷ ৮০ ঘণ্টার দীর্ঘ এই গুলির লড়াইয়ে সাতজন ভারতীয় সেনা শহীদ হন ৷ পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ এই হামলা চালায় বলে অভিযোগ ৷ এদিন সেই মামলার চার্জশিট পেশ করল NIA ৷

advertisement

পাঠানকোট হামলার মূল অভিযুক্ত মাসুদ আজহারের বিরুদ্ধে আগেই জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে এনআইএ আদালত ৷

এর মাঝে গোটা বছরে বার বার জঙ্গিদের হাতে আক্রান্ত হয়েছে ভারতের বিভিন্ন সেনাঘাঁটি ৷ স্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও কোনও দায় নিতে নারাজ পাকিস্তান ৷ পাক তদন্তকারীরা ভারতে এসে হামলার স্থল পরিদর্শন করে ফিরে গিয়ে জানায় পাঠানকোট হামলার সঙ্গে পাকিস্তানের কোনও যোগ নেই ৷ এমনকী জইশ প্রধান মাসুদ আজহারকে নিষিদ্ধ বলেও ঘোষণা করেনি ইসলামাবাদ ৷

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

পাঠানকোট থেকে শুরু এরপর উরি হয়ে গোটা বছরে বার বার জঙ্গি হামলার নিশানা হওয়ায় ভারত কূটনৈতিক সম্পর্কে তৈরি হয়েছে উত্তেজনা ৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
পাঠানকোট হামলায় জইশ প্রধান মাসুদ আজহার সহ চার জঙ্গির নামে NIA-এর চার্জশিট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল