এদিন সাক্ষাৎকারে মুশারফ বলেন, ভারত-পাকিস্তান দু’দেশেই সন্ত্রাসবাদের শিকার ৷ তাই এরকম জঙ্গি হামলায় বাড়াবাড়ি রকমের প্রতিক্রিয়া দেওয়ার কোনও প্রয়োজনই নেই ভারতের ৷ তবে পাশপাশি তিনি আরও বলেন, ‘আমরা অবশ্যই এ ধরনের ঘটনা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি এবং যাতে আর না হয় তার জন্য পদক্ষেপও নিই ৷ কিন্তু এত বেশি উত্তেজিত হওয়ার কিছু নেই ৷ ভারতে কোনও জঙ্গি হামলা হলেই পাকিস্তানের উপর আঙুল উঠে ৷ কিন্তু ভারতকে মনে রাখতে হবে যে তাদের দেশেও সন্ত্রাসবাদীরা রয়েছে ৷’ মুশারফ নিজের ক্ষোভ উগরে বলেন, ‘সব সময় জঙ্গি হামলা নিয়ে ভারত পাকিস্তানের উপর চাপ দিতে পারে না ৷ আমরা ছোট দেশ হলেও আমাদের আত্মসম্মান রয়েছে ৷ ভারতের বিভিন্ন জায়গায় সন্ত্রাসবাদীরা রয়েছে ৷ ’ ভারতের সমালোচনার পাশাপাশি মোদি সরকারকেও বিঁধতে ছাড়েনি মুশারফ ৷ মোদিকে আক্রমণ করে মুশারফ বলেন, ‘মোদি ক্ষমতায় আসার পর থেকে দেশের বিভিন্ন মুসলিম এলাকায় অস্বস্তি তৈরি হয়েছে ৷ মোদি এবং প্রাক্তন প্রধানমন্ত্রী বাজপেয়ির তুলনা টেনে তিনি বলেন, বাজপেয়ির সময় দু’দেশের সম্পর্কের উন্নতি হয়েছিল ৷ কিন্তু মোদি ক্ষমতায় আসার পর থেকেই তা টালমাটাল ৷ আফগানিস্তান থেকে ফেরার পথে মোদি আচমকা পাক সফরকে লোক দেখানো বলেও কটাক্ষ করেন মুশারফ ৷
advertisement