TRENDING:

প্রায় ১০০ ঘণ্টা পর শেষ হল পাঠানকোট বিমানঘাঁটির তল্লাশি অভিযান

Last Updated:

অবশেষে তল্লাশি অভিযান শেষ ৷ এখন সম্পূর্ণভাবে ‘জঙ্গি’ মুক্ত ঘোষিত হল পাঠানকোট বিমানঘাঁটি ৷ ছয় জঙ্গির মৃত্যু এবং প্রায় ১০০ ঘণ্টারও বেশি লড়াই ও তল্লাশি অভিযানের পর অবশেষে শেষ হল এক আতঙ্কের অধ্যায়ের ৷ এই লড়াইয়ের মাঝে ভারত হারিয়েছে সাত জন বীর সেনানীকে ৷ আহত মোট ২০ জন জওয়ান ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পাঠানকোট: অবশেষে তল্লাশি অভিযান শেষ ৷ এখন সম্পূর্ণভাবে ‘জঙ্গি’ মুক্ত ঘোষিত হল পাঠানকোট বিমানঘাঁটি ৷  ছয় জঙ্গির মৃত্যু এবং প্রায় ১০০ ঘণ্টারও বেশি লড়াই ও তল্লাশি অভিযানের পর অবশেষে শেষ হল এক আতঙ্কের অধ্যায়ের ৷ এই লড়াইয়ের মাঝে ভারত হারিয়েছে সাত জন বীর সেনানীকে ৷ আহত মোট ২০ জন জওয়ান ৷
advertisement

বুধবার যৌথ সাংবাদিক সম্মেলনে ওয়েস্টার্ন চিফ লেফটেনান্ট জেনারেল কেজে সিং জানালেন, ‘পাঠানকোটে তল্লাশি অভিযান শেষ ৷ বায়ুসেনা ও পঞ্জাব পুলিশের যৌথভাবে এই তল্লাশি চালিয়েছে ৷’ তবে তিনি জানান, বম্ব ডিসপোজাল স্কোয়ার্ডের কাজ এখনও শেষ হয়নি ৷ তারা এখনও এয়ারবেসকে ভাল করে পরীক্ষা করছে ৷ বিমানঘাঁটির কোনও ক্ষতি না করে, বিমানঘাঁটির  বাসিন্দা ৩০০০ পরিবারকে সুরক্ষিত রেখে এই লড়াই খুব একটা সহজ ছিল না বলে জানালেন, পশ্চিমাঞ্চলের চিফ লেফটেন্যান্ট ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

গত শনিবার ভোররাতে সেনা পোশাকে কুয়াশার সুবিধে নিয়ে পাঠানকোট বিমানঘাঁটিতে হামলা চালায় ছ’জন পাক মদতপুষ্ট জঙ্গি ৷ ছ’ঘন্টার লড়াইয়ের পর শনিবারই সেনার হাতে মারা যায় চার জঙ্গি ৷ সোমবার খতম হয় আরও দুই ৷ তারপরেও বিমানঘাঁটির অন্দরে জারি ছিল তল্লাশি অভিযান ৷ সব শেষে এদিন পাঠানকোট বিমানঘাঁটিকে আতঙ্ক মুক্ত বলে ঘোষণা করা হয় ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
প্রায় ১০০ ঘণ্টা পর শেষ হল পাঠানকোট বিমানঘাঁটির তল্লাশি অভিযান