TRENDING:

দেশের সেরা ২৫ ধনীর তালিকায় রয়েছেন পতঞ্জলির কর্ণধার

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: টপ ২৫ ৷ প্রকাশ্যে এল দেশের সেরা ২৫ ধনীদের তালিকা ৷ সেই তালিকাতেই উঠে এল যোগ গুরু বাবা রামদেবের সহযোগী তথা পতঞ্জলি আয়ূর্বেদের মালিক তথা কর্ণধার আচার্য বালকৃষ্ণর নাম ৷ ফোর্বসের তরফ থেকে এই তালিকা প্রকাশ করা হয় ৷
advertisement

ফোর্বসের সমীক্ষা অনুযায়ী, বালকৃষ্ণের সম্পত্তির পরিমাণ ৩২.৫ হাজার কোটি টাকা ৷ যা ২০১৬ সালের তুলনায় প্রায় দু’গুণ বেশী ৷

গত বুধবার এই তালিকা প্রকাশ করে ফোর্বস ৷ ফোর্বসের সমীক্ষা অনুযায়ী, পতঞ্জলি আয়ূর্বেদ সংস্থার ৯৮.৬ শতাংশ অংশ বালকৃষ্ণের নামে খাতায় কলমে নথিভুক্ত করা রয়েছে ৷ সাধারণ মানুষের মধ্যে পতঞ্জলির চাহিদা তুঙ্গে ৷ সেই কারণেই আয়ের পরিমাণও ক্রমশ বাড়ছে বালকৃষ্ণের ৷ আয়ুর্বেদিক প্রোডাক্ট, এফএমসিজি প্রোডাক্টের চাহিদা সাধারণ মানুষের মানুষের মধ্যে প্রবল ৷ সেই কারণে পতঞ্জলির প্রোডাক্ট বিক্রি বাড়ার ফলে বালকৃষ্ণের সম্পত্তির পরিমাণও ক্রমবর্ধমান ৷

advertisement

আরও পড়ুন: মোবাইল এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফের বাধ্যতামূলক হতে চলেছে আধার কার্ড ? জেটলির মন্তব্যে জল্পনা তুঙ্গে

আমাজন, বিগবাস্কেট এবং ফ্লিপকার্টের মত জনপ্রিয় অনলাইন সাইটগুলিতেও পতঞ্জলি প্রোডাক্টের চাহিদা বাড়ছে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

২০১৬ সালে ফোর্বসের তালিকায় ৪৮-তম স্থান দখল করেছিলেন বালকৃষ্ণ ৷ সেই সময় তাঁর সম্পত্তির পরিমাণ ছিল ১৬.৫ হাজার কোটি টাকা ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
দেশের সেরা ২৫ ধনীর তালিকায় রয়েছেন পতঞ্জলির কর্ণধার