আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, কোনও ধরনের মাধ্যম, হতে পারে সেটি বৈদ্যুতিন বা প্রিন্ট, সেখানে বক্তব্য প্রকাশ যেন তাঁরা না করেন৷ এর আগে আদালতের কাছে তাঁরা এই বিষয়ে মুচলেকা দিয়েছিলেন, সেটিই মেনে চলতে বলা হয়েছে৷
এর আগে, গত নভেম্বর মাসের ২১ তারিখে শীর্ষ আদালতের সামনে সংস্থার তরফ থেকে আইনজীবীরা জানিয়েছিলেন, সংস্থার কোনও দ্রব্যের বিজ্ঞাপন বা ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে কোনও আইন বিরুদ্ধ কাজ করা হবে না৷ পতঞ্জলির কোনও দ্রব্যের চিকিৎসা গুণাবলী সম্পর্কে কোনও বক্তব্য প্রকাশ করা হবে না, পাশাপাশি, কোনও ধরণের চিকিৎসা ব্যবস্থা সম্পর্কেও কোনও মন্তব্য করা হবে না৷ সেই সময়ে আদালত যোগগুরু রামদেব ও তাঁর সংস্থাকে সতর্ক করেছিল৷ বলা হয়েছিল, সংস্থার বিজ্ঞাপনে কোনও রকম বিপথগামী বা ভুল তথ্য প্রকাশ করা যাবে না যে সেটি একটি বা একাধিক নির্দিষ্ট রোগ সারায়৷
advertisement