সূত্রে খবর, বিদেশ থেকে আসা অনেক যাত্রীই এমন অসৎ উপায় অবলম্বন করেছেন । অনেকের গায়ে স্বাভাবিকের থেকে বেশি তাপমাত্রা ছিল । সেই তাপমাত্রা কমিয়ে নিতে বিমান থেকে নামার আগে প্যারাসিটামল খেয়ে নেমেছেন অনেকে । যাতে থার্মাল স্ক্রিনিংয়ে তা ধরা না পড়ে। অভিযোগ উঠেছে, উত্তরপ্রদেশের আমৌসি বিমানবন্দরে দুবাই ফেরত বিমানের অনেক যাত্রীই শরীরের তাপমাত্রা লুকোবার জন্য বিমান থেকে নামার আগে ক্রোসিন বা প্যারাসিটামল জাতীয় ওষুধ খেয়ে নিয়েছেন। তাতে বিমানবন্দরের থার্মাল স্ক্যানার ওই যাত্রীদের শরীরের আসল তাপমাত্র বোঝা যায়নি। অথচ আদতে তাঁদের অনেকেরই তাপমাত্রা বেশি। যাঁদের মধ্যে কারও শরীরে করোনা সংক্রমণ থাকতেই পারে। সেইসমস্ত যাত্রীদের হোম আইসোলেশনে থাকতে বলার পাশাপাশি শারীরিক অবস্থার অবনতি হলে অবিলম্বে জানাতে বলা হয়েছে। গোটা দেশের এই আতঙ্কের আবহে এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।
advertisement
প্রায় গোটা দেশেই লকডাউন পরিস্থিতি । মহামারী করোনা তার ভয়াবহ রূপ দেখাতে শুরু করেছে । ভারতে মৃত্যু বেড়ে হয়েছে ১০ । গতকাল রাতে মুম্বইয়ের হাসপাতালে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের । শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪৯২ জন করোনা আক্রান্ত হয়েছেন । তার মধ্যে সুস্থ হয়েছেন ৩৭ জন । এই প্রথম উত্তর-পূর্ব ভারতে ২৩ বছরের এক তরুণীর শরীরে করোনা সংক্রমণ দেখা দিয়েছে । এই নিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯ । সোমবার রাজ্যে করোনা আক্রান্ত প্রথম ব্যক্তির মৃত্যু হয়েছে ।
কলকাতার দুই যুবকও করোনা নিয়ে দেশে ফিরে চরম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছিলেন ।