TRENDING:

আজ থেকে শুরু সংসদের বাদল অধিবেশন, ফের অনাস্থাপ্রস্তাব আনবে তেলুগু দেশম পার্টি

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: আজ থেকে শুরু হবে সংসদের বাদল অধিবেশন । এই অধিবেশন চলবে ১০ অগস্ট পর্যন্ত । ২০১৯ লোকসভা নির্বাচনের আগে এই পুর্ণাঙ্গ অধিবেশন শাসক ও বিরোধী-দুই শিবিরের জন্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে।
advertisement

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই অধিবেশনটি শান্তিপূর্ণ রাখার অনুরোধ জানিয়েছেন । কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে মহিলা সংরক্ষণ আইন, তিন তালাক ও নিকা হালালার মত বিষয়গুলি নিয়ে সরকারের বিরোধীতা করবে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলি । এদিকে অন্ধ্রপ্রদেশকে 'বিশেষ স্বীকৃতি' দেওয়ার দাবিতে বাদল অধিবেশনে আরও একবার কেন্দ্রের বিরুদ্ধে অনাস্থাপ্রস্তাব আনবে চন্দ্রবাবু নায়ডুর তেলুগু দেশম পার্টি ।

advertisement

এর আগে মার্চ-এপ্রিল মার্চের বাজেট অধিবেশনে প্রায় ১০০ ঘন্টারও বেশি সময় নষ্ট হয়েছিল । প্রায় সব বিষয়েই বিতর্ক হওয়ার ফলে অচলাবস্থার সৃষ্টি হয়েছিল । প্রতিদিনই অধিবেশন মুলতুবি রাখতে হয়েছিল স্পীকারকে । তাই এই বাদল অধিবেশন আগের অধিবেশনের চেয়ে বেশি সক্রিয় ও ফলপ্রসূ হওয়ার আশাই করছেন সকলে ।

আরও পড়ুন: 'আমি কংগ্রেস', মুসলিম দল বিতর্কে জবাব রাহুলের

advertisement

জাতীয় তফসিলি উপজাতি কমিশন, মুসলিম মহিলা সংরক্ষণ ও অধিকার, দুর্নীতি দমন, প্রাচীন স্মৃতিসৌধ এবং প্রত্নতাত্ত্বিক স্থান সংরক্ষণ বিষয়ক বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল অনুমোদনের জন্য বিবেচনা করা হবে

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

এছাড়াও অর্থনৈতিক অপরাধ, অপরাধ আইন, কমার্শিয়াল কোর্ট, অর্থশূন্যতা,  জাতীয় ক্রিড়া বিশ্ববিদ্যালয় অর্ডিন্যান্স সহ মোট ছ'টি আইন প্রতিস্থাপন বিল পেশ করবে সরকার ।

বাংলা খবর/ খবর/দেশ/
আজ থেকে শুরু সংসদের বাদল অধিবেশন, ফের অনাস্থাপ্রস্তাব আনবে তেলুগু দেশম পার্টি