জেরায় ধৃতরা জানিয়েছে, আজ ১৪ ডিসেম্বরই নিরাপত্তা বলয় বিঘ্নিত করে সংসদের ভিতরে হামলার ছক কষা হয়েছিল। কিন্তু ভেতরে ঢোকার পাশ ১৩ ডিসেম্বর মেলায় পরিকল্পনা এগিয়ে আনতে হয় তাদের। ধৃতদের বিরুদ্ধে ইউএপিএ (আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট) আইনে মামলা রুজু করেছে পুলিশ।
এই ঘটনায় ললিত ঝা নামে আরও এক অভিযুক্তের খোঁজ করছে দিল্লি পুলিশের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ। অভিযুক্তরা সকলেই দুদিন আগে গুরুগ্রামে বিশাল ও তার স্ত্রী বৃন্দা শর্মার বাড়িতে মিলিত হয়েছিল। সূত্রের খবর, সংসদ ভবনে হামলার ব্লু-প্রিন্ট তৈরি হয়েছিল চণ্ডিগড়ে ভগত সিং বিমানবন্দরের দাবিতে আয়োজিত এক আন্দোলন স্থলে।
advertisement
সংসদে গতকাল হামলাকারীদের ক্ষোভের কারণ, বেকারত্ব, কৃষকদের অপূর্ণ দাবি, অগ্নিবীর এবং ওআরওপি। হামলাকারীদের পিছনে কোন রাজনৈতিক দলের মদত রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।