আরও পড়ুনঃ বই মেলার শেষও জনপ্রিয় ক্ষুদে লেখকদের বই ‘চরকি’, কয়েক ঘণ্টায় বিক্রি ৩০০ কপি
অনুষ্ঠানে মতবিনিময় পর্বে তাঁদের নানা প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী। রাজ্যের পশ্চিম ত্রিপুরার প্রণবানন্দ বিদ্যামন্দিরের ছাত্রী অদ্রিতা চক্রবর্তী প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন। আগরতলার মহারানী তুলসীবতী উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ভার্চুয়াল মাধ্যমে ‘পরীক্ষা পে চর্চা’ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে শিক্ষা দফতরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার, মধ্যশিক্ষা অধিকর্তা এন সি শর্মা সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা-সহ ছাত্রীরা ‘পরীক্ষা পে চর্চা’ অনুষ্ঠানটি শুনেন।
advertisement
ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলার সময় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা বলেন, “‘পরীক্ষা পে চর্চা’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যেসব বিষয়সমূহ সবার সামনে তুলে ধরেছেন সেগুলি আমাদের জীবনে চলার পথে মেনে চললে জীবনের পথ সুগম হবে। পথ প্রদর্শক হিসেবে তিনি আজ নিজেকে তুলে ধরেন। ঘর থেকে সমাজ জীবনের প্রতিটি বিষয় আজ এই মতবিনিময় পর্বে উঠে এসেছে। প্রযুক্তিকে শিক্ষার টুল হিসেবে ব্যবহারের উপরও প্রধানমন্ত্রী গুরুত্বারোপ করেন। নিজেকে চাপ মুক্ত রেখে ইতিবাচক চিন্তাভাবনা নিয়ে এগিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের পরামর্শ দেন। শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর পদ্ধতিগুলি সম্পর্কেও প্রধানমন্ত্রী আলোচনা করেন। ছেলেমেয়েরা কীভাবে পিতামাতা ও শিক্ষক শিক্ষিকাদের আত্মবিশ্বাস ও আস্থার প্রতীক হয়ে উঠবে সেই বিষয়সমূহ তিনি তুলে ধরেন।”