আজমেরের সেন্ট মেরিজ কনভেন্ট স্কুল থেকে পাশ করার পর তিনি দিল্লিতে যান স্নাতক স্তরের পড়াশোনা করতে৷ দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন ইন্দ্রপ্রস্থ কলেজ ফর উইমেন থেকে রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্সে স্নাতক হন৷ এর পর ফের ফিরে যান রাজস্থানে৷ আজমেরের এমডিএস বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেন রাষ্ট্রবিজ্ঞানে৷ এনইটি জেআরএফ উত্তীর্ণ পরী ইউপিএসসি-তে সফল হন তৃতীয় প্রয়াসে৷ সর্বভারতীয় মেধাতালিকায় তাঁর স্থান ছিল ৩০ নম্বরে৷
advertisement
আরও পড়ুন : বসন্তের বৃষ্টিপাত কলকাতায় আর কতদিন? সোমবার কেমন থাকবে আবহাওয়া, জানুন পূর্বাভাস
তাঁর মা সংবাদমাধ্যমে জানিয়েছেন ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতির সময় সোশ্যাল মিডিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন৷ এমনকি ব্যবহার করতেন না মোবাইল ফোনও৷ তাঁর কথায় ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য তাঁর মেয়ে সাধিকার জীবন যাপন করেছেন৷
আরও পড়ুন : ২৮ বছর বয়সেই ৯ সন্তানের মা, গত ১০ বছরে প্রতি বছরই তিনি অন্তঃসত্ত্বা ছিলেন
এখন কিন্তু সামাজিক মাধ্যম থেকে আর দূরে নেই পরী৷ বরং এখন তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ও জনপ্রিয়৷ ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার ১০৬ হাজার৷ বর্তমানে সিকিমের গ্যাংটকে কর্মরত পরী ইনস্টাগ্রামে তাঁর দৈনন্দিন জীবনের প্রচুর আপডেট দেন৷