অভিযুক্ত মা, বাবা, দাদু ও দিদিমাকে আটকে রেখে পুলিশে খবর দেয়। ঘটনাটি ঘটেছে কাটোয়া শহরের হরিসভা পাড়া ঘাটে। পরে ঘটনাস্থল থেকে অভিযুক্ত পাঁচজনকে আটক করে কাটোয়া থানার পুলিশ। অভিযুক্ত চার জনের বাড়ি কাটোয়া থানার মোস্তাফাপুর গ্রামে। আজ সকালে বিকলাঙ্গ কন্যা সন্তানকে হাসপাতাল থেকে ছেড়ে দিলে সকলে মিলে ভাগরথীর পাড়ে আসেন তাঁরা ৷ সন্তানকে ফেলে দেওয়ার পরামর্শ করেন সকলে মিলে ৷ এরপরেই নদীর জলে ফেলে দেওয়া হয় ওই শিশুকে ৷ অভিযুক্ত মা পারমিতা হালদার, দিদিমা সরস্বতী হালদার, দাদু বিশ্বনাথ হালদার ও বাবা শান্ত হালদারকে জেরা করা হলে কন্যা সন্তানকে ফেলে দেওয়ার কথা স্বীকার করেন তাঁরা। সরস্বতী ও পারমিতাদেবী পুলিশকে বলেন, ‘‘ওই মেয়ে নিয়ে আমরা কি করব? তাই নদীতে ফেলে দিয়েছি।’’
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 27, 2018 4:01 PM IST