TRENDING:

Kota News: এই মন্দিরে গেলেই ইচ্ছাপূরণ! সুস্থ হয়ে ওঠেন পক্ষাঘাতগ্রস্ত রোগী, কোথায় জানেন

Last Updated:

Kota News: এই মন্দিরের পুরোহিতদের দাবি, এখনও পর্যন্ত হাজারও পক্ষাঘাতগ্রস্ত রোগী এই মন্দিরে এসে সুস্থ হয়েছেন। শনিবার সেখানে বিশেষ আরতি হয়। সকাল বেলায় বহু ভক্ত সেই আরতিতে অংশ নেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোটা: রাজস্থানের হাদৌতিতে রয়েছে নানা মন্দির। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তদের সমাগম হয় সেখানে। ঝালওয়ার হাইওয়ের কাছে গোপালপুরা গ্রামেও রয়েছে এক বিশেষ মন্দির। বীজাসন মাতার মন্দির তৈরি হয়েছিল ৪০০ বছর আগে। বলা হয়, এই মন্দিরে প্রার্থনা করলে মনস্কামনা পূরণ হয়। শুধু তাই নয়। শনি এবং রবিবার, সপ্তাহে দু'দিন পক্ষাঘাতগ্রস্ত রোগীরা এই মন্দিরে আসেন।এখানে এসে পুজো করলেই নাকি এই রোগ থেকে মুক্তি মেলে।
গোপালপুরা গ্রামের এই মন্দিরেই হয় ইচ্ছাপূরণ
গোপালপুরা গ্রামের এই মন্দিরেই হয় ইচ্ছাপূরণ
advertisement

এই মন্দিরের পুরোহিতদের দাবি, এখনও পর্যন্ত হাজারও পক্ষাঘাতগ্রস্ত রোগী এই মন্দিরে এসে সুস্থ হয়েছেন। শনিবার সেখানে বিশেষ আরতি হয়। সকাল বেলায় বহু ভক্ত সেই আরতিতে অংশ নেন। তার পর মন্দির পরিক্রমা করার জন্য একটি ফেরীর আয়োজনও করা হয়। মনে করা হয়, যদি কোনও পক্ষাঘাতগ্রস্ত রোগীর চিকিৎসা চলে, তা হলে এই মন্দিরে প্রার্থনা করে ওষুধ কাজ করে।

advertisement

আরও পড়ুনঃ অন্তঃসত্ত্বা নাবালিকা, তারপরই প্রেমিক যা কাণ্ড করল, প্রেমের উপর বিশ্বাস করতেই কষ্ট হবে!

আরও পড়ুন- ‘তৃণমূলে যখন ছিলাম, তখন বেআইনিভাবে চাকরি দিয়েছি এমন একটা নাম বলুন দেখি...!’ মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ শুভেন্দুর

সেরা ভিডিও

আরও দেখুন
দেখলে মনে হবে লাড্ডু ,মোদক কিংবা রসমালাই, কিন্তু খাওয়া যাবে না! এতো অন্য জিনিস
আরও দেখুন

বহু রোগী প্রায়ই এই মন্দিরে আসেন। সেই রোগীদের দাবি, এই মন্দিরে এসে তাঁদের জীবনে অনেক পরিবর্তন এসেছে। তাঁদের পরিবারের মানুষজনেরাও দেবীর প্রতি আস্থাশীল।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Kota News: এই মন্দিরে গেলেই ইচ্ছাপূরণ! সুস্থ হয়ে ওঠেন পক্ষাঘাতগ্রস্ত রোগী, কোথায় জানেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল