TRENDING:

Pakistani Bhabi: পাকিস্তানি বৌদি সীমা নাকি আইএসআই এজেন্ট! সন্দেহ দানা বাঁধছে ক্রমশ

Last Updated:

সীমা হায়দার নামের যে মহিলা এত সহজে চার ছেলেমেয়েকে নিয়ে ভিসা ছাড়া ভারতে প্রবেশ করে আছেন, তাকে নিয়ে ক্রমশ দানা বাঁধছে সন্দেহ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়ডা: সীমা হায়দার নামের যে মহিলা এত সহজে চার ছেলেমেয়েকে নিয়ে ভিসা ছাড়া ভারতে প্রবেশ করে আছেন, তাকে নিয়ে ক্রমশ দানা বাঁধছে সন্দেহ। উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজিপি বিক্রম সিং জানিয়েছেন পাকিস্তানি এই মহিলা যথেষ্ট সন্দেহজনক। ইংরেজিতে কথা বলা ছাড়াও সে কম্পিউটারে পটু। পাকিস্তানের ইন্টেলিজেন্স সংস্থা আইএসআই এর পেছনে থাকতে পারে বলে মনে করেন তিনি। মহিলা ব্যবহার করে হানিট্র্যাপ নতুন নয় আইএসআইয়ের কাছে।
পাকিস্তানের মহিলাকে নিয়ে সন্দেহ বাড়ছে
পাকিস্তানের মহিলাকে নিয়ে সন্দেহ বাড়ছে
advertisement

উত্তরপ্রদেশের বিভিন্ন খবর এবং মুখ্যমন্ত্রীর জীবনের ঝুঁকি থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। ভারতের জনপ্রিয় প্রাক্তন সেনা মেজর গৌরব আর্য পরিষ্কার জানিয়েছেন সীমাকে যত তাড়াতাড়ি সম্ভব ভারত ছাড়া করা উচিত। তার প্রাক্তন স্বামী গোলাম হায়দারের সঙ্গে যোগাযোগ করা উচিত। হতে পারে এই পাকিস্তানি মহিলাকে ভারতে আনার পেছনে বড় ষড়যন্ত্রের মতলব আছে পাক গুপ্তচর সংস্থার।

advertisement

সীমা একজন পাকিস্তানি গৃহবধূ। কিছুদিন আগে আগে অনলাইন গেম পাবজি খেলার সময় তার সঙ্গে পরিচয় হয় উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডা নিবাসী শচীন নামে এক যুবকের। পরিচয় পরে প্রেমে পরিণতি পায়। এরপর প্রেমিকের টানে চার সন্তানকে নিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা দেন। একপর্যায়ে নেপাল সীমান্ত হয়ে গ্রেটার নয়ডায় প্রবেশ করেন তিনি।

বেআইনিভাবে ভারতে অনুপ্রেবেশের জন্য সীমাকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ। গ্রেফতার করা হয় প্রেমিক শচীনকেও। কিন্তু কয়েকদিন আগে তাদের মুক্তি দেন আদালত। বর্তমানে গ্রেটার নয়ডায় প্রেমিকের সঙ্গেই বসবাস করছেন সীমা। তিনি পাকিস্তানে ফিরে যেতে ইচ্ছুক নয় বলে জানিয়েছেন। ভারতে থেকে শচীনের সঙ্গেই নতুন করে সংসার বাঁধতে চান।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

তবে তার সন্তানরা চাইলে পাকিস্তানে ফিরে যেতে পারে বলেও জানিয়েছেন তিনি। নিজেকে এরই মধ্যে ভারতীয় বলেও দাবি করে বসেছেন সীমা। তার দাবি, অন্তর থেকে তিনি ভারতীয় সংস্কৃতি ও হিন্দু ধর্ম গ্রহণ করে ফেলেছেন। সচিনের পরিবারের কথা ভেবে নিরামিষ খেতেও শুরু করেছেন তিনি। তবে এখন পাকিস্তানের গৃহবধূকে নিয়ে ভারত সরকার কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখার।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Pakistani Bhabi: পাকিস্তানি বৌদি সীমা নাকি আইএসআই এজেন্ট! সন্দেহ দানা বাঁধছে ক্রমশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল