TRENDING:

Pakistan: ভূমিকম্পে ত্রাণ পাঠালো পাকিস্তান, বাক্স খুলতেই ভিরমি খেলেন তুরস্কের সরকারি কর্তারা!

Last Updated:

পাকিস্তানের এই নতুন কীর্তি সামনে আসতেই নেট মাধ্যমে হাসির রোল উঠেছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ইসলামাবাদ: ভূমিকম্প বিধ্বস্ত তুরস্ককে ত্রাণ পাঠাচ্ছে বিভিন্ন দেশ৷ অর্থনৈতিক সমস্যায় বিপর্যস্ত পাকিস্তানও তুরস্কের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে৷ পাকিস্তান থেকে তুরস্ক পৌঁছেছে বাক্স বন্দি ত্রাণ সামগ্রী৷
তুরস্ক সফরে গিয়েছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
তুরস্ক সফরে গিয়েছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
advertisement

নিজেদের তীব্র আর্থিক সমস্যার মধ্যেও পাকিস্তানের এ হেন মানবিক পদক্ষেপে আপ্লুত হয়েছিলেন তুরস্কের সরকারি আধিকারিকরা৷ কিন্তু সেই ত্রাণ সামগ্রীর বাক্স খুলতেই তাঁদের ভিরংমি খাওয়ার অবস্থা৷ কারণ তুরস্কের আধিকারিকরা আবিষ্কার করলেন, এক বছর আগে পাকিস্তানে ভয়াবহ বন্যার সময় তারা যে ত্রাণ পাঠিয়েছিলেন, সেসবই এবার বাক্সবন্দি করে তুরস্ককে ফেরত পাঠিয়ে দিয়েছে ইসলামাবাদ!

advertisement

আরও পড়ুন: মর্মান্তিক! পরিণতি সেই মৃত্যুই, সিরিয়া ভূমিকম্পে প্রাণ বাঁচিয়ে নতুন বাড়িতে পা রেখেই সব শেষ!

আসলে ত্রাণ সামগ্রী ভর্তি বাক্সের বাইরের লেখা বদলে দিয়েছিলেন পাকিস্তানের আধিকারিকরা৷ কিন্তু ভিতরে থাকা ত্রাণ সামগ্রী যে সমস্ত ছোট ছোট বাক্সে ছিল, সেগুলি বদল করতে ভুলে গিয়েছিলেন তাঁরা৷ তাতেই পাকিস্তানের এই কারসাজি ধরা পড়ে গিয়েছে৷

advertisement

পাকিস্তানের এই নতুন কীর্তি সামনে আসতেই নেট মাধ্যমে হাসির রোল উঠেছে৷ এমন কি, পাকিস্তানের একটি নিউজ চ্যানেলের অংশও ভাইরাল হয়েছে৷ সেই ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, এমন লজ্জাজনক ঘটনার নিন্দা করা হচ্ছে পাকিস্তানের সংবাদমাধ্যমেও৷ ইন্টারনেটে মজা করে অনেকেই বলছেন, এ যেন দিওয়ালিতে এক বাড়ি থেকে পাওয়া মিস্টির বাক্স নতুন করে প্যাকিং করে অন্য বাড়িতে উপহার দিয়ে দেওয়ার মতো কাণ্ড!

advertisement

আরও পড়ুন: নিশ্চিহ্ন হয়ে গিয়েছে এক-একটা শহর, মিলিয়ে গিয়েছে বাড়ি! কেন বারংবার কেঁপে ওঠে তুরস্ক?

পাকিস্তানের ওই নিউজ চ্যানেলের ভিডিও থেকেই জানা গিয়েছে, তুরস্কের দূতাবাসের পক্ষ থেকেই বিষয়টি পাকিস্তানের বিদেশমন্ত্রকের নজরে আনা হয়েছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

এই পরিস্থিতির মধ্যে অবশ্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাদ শরিফ তুরস্ক সফরে গিয়েছেন৷ শুক্রবার তুরস্ক পৌঁছন তিনি৷ পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি তুরস্কে ভূমিকম্পের দু' দিন পরই সেদেশে যেতে চেয়েছিলেন৷ কিন্তু যেহেতু তুরস্ক সরকার উদ্ধারকাজ নিয়ে ব্যস্ত ছিল, তাই তাঁদের সফর পিছিয়ে দিতে অনুরোধ করা হয়৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Pakistan: ভূমিকম্পে ত্রাণ পাঠালো পাকিস্তান, বাক্স খুলতেই ভিরমি খেলেন তুরস্কের সরকারি কর্তারা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল