TRENDING:

রমজান মাসে রুহ আফজার আকাল, পাশে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ পাকিস্তানের

Last Updated:

পাকিস্তানি হমদর্দ সংস্থার কর্ণধার এই রমজান মাসে ভারতে রুহ আফজার যোগান দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: একদিকে গরমের দাবদাহ, অন্যদিকে রমজান ৷ এসময় গলা ভেজাতে সবথেকে পছন্দের পানীয় রুহ আফজাই বাজার থেকে উধাও ৷ হাহাকার দেশ জুড়ে ৷ রুহ আফজার আকাশ ছোঁয়া চাহিদার সময়েই অমিল এই বহুল জনপ্রিয় প্রোডাক্ট ৷ এমন সময় সাহায্যের আশ্বাস প্রতিবেশী পাকিস্তানের ৷
advertisement

শুধু ভারত নয়, পাকিস্তানেও বহুল জনপ্রিয় রুহ আফজা ৷ ভারতে অমিল হলেও প্রতিবেশি দেশের বাজারে রমরমিয়ে বিকোচ্ছে রুহ আফজা ৷ পাকিস্তানি রুহ আফজার প্রস্তুতকারক পাকিস্তানি হমদর্দ সংস্থার কর্ণধার এই রমজান মাসে ভারতে রুহ আফজার যোগান দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে ৷

পাকিস্তানি হমদর্দ কোম্পানির এমডি ও সিইও ওসামা কুরেশি নিজে ট্যুইট করে বলেন, ‘রমজানের এই পবিত্র মাসে আমরা ভারতে রুহ আফজার যোগান দিতে পারি ৷ ভারত সরকার অনুমতি দিলে এখনই ট্রাকে করে ওয়াগা বর্ডারে রুহ আফজা পাঠাতে পারি ৷’

advertisement

রুহ আফজার সবথেকে বেশি বিক্রি বাড়ে এই রমজানের মাসে ৷ গরমের কারণেও বছরের বেশিরভাগ সময়ই রুহ আফজার চাহিদা থাকে আকাশছোঁয়া ৷ রোজা শেষের পর গলা ভেজাতে দরকার প্রথম পছন্দ রুহ আফজা ৷ সারাদিন কিছু না খেয়ে থাকার পর গোলাপের গন্ধ মেশা এই পানীয় দিয়েই শুরু হয় ইফতার ৷ মেনু থেকে রুহ আফজা বাদ পড়ায় সমস্যায় সকলে৷  রুহ আফজার অভাবে গোটা দেশে এখন চলছে হাহাকার ৷ সেই সমস্যার সমাধানেই পাকিস্তান বাড়াল সাহায্যের হাত ৷ যদিও ভারতের তরফে এর কোনও উত্তর মেলেনি ৷

advertisement

জানা গিয়েছে রুহ আফজা প্রস্তুতকারক সংস্থা হামদর্দের মালিক পক্ষের মধ্যের বিবাদই রুহ আফজা অমিল হওয়ার কারণ ৷ এই বিবাদই রুহ আফজা উৎপাদনে প্রভাব ফেলেছে বলে দাবি বিক্রেতাদের ৷ কিন্তু সংস্থার তরফে এই তথ্য সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে ৷ উল্টে সংস্থার দাবি, রুহ আফজা উৎপাদনের কিছু গুরুত্বপূর্ণ হার্বাল প্রোডাক্ট না মেলাতেই এই বিপত্তি ৷ এক সপ্তাহের মধ্যেই চাহিদা মতো রুহ আফজার যোগান দিয়ে এই অভাব পূর্ণ করে পরিস্থিতি সামাল দেওয়ার আশ্বাস দিয়েছেন হামদর্দ সেলস এবং মার্কেটিং চিফ মনসুর আলি ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

শুনলে আশ্চর্য হবেন, পাকিস্তানি রুহ আফজা আসলে ভারতীয় রুহ আফজার সঙ্গে রক্তের সম্পর্কে আবদ্ধ ৷ উল্লেখ্য, ১৯০৬ সালে হাকিম হাফিজ আব্দুল মাজিদের হাতে পুরনো দিল্লিতে হমদর্দ সংস্থার গোড়াপত্তন ৷ এই সংস্থার সবথেকে জনপ্রিয় প্রোডাক্ট এই রুহ আফজা ৷ ১৯৪৮ সালে দেশ ভাগের পর হাকিম হাফিজ আব্দুল মাজিদের পুত্র হাকিম মহম্মদ পাকিস্তানে গিয়ে পাকিস্তানি হমদর্দ নামে নতুন কোম্পানি খোলেন ৷ প্রস্তুতির রেসিপি এক রেখে তাদেরই তৈরি করা রুহ আফজা রমরমিয়ে চলছে বর্ডারের ওপারে ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
রমজান মাসে রুহ আফজার আকাল, পাশে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ পাকিস্তানের