সংবাদসংস্থা সূত্রে খবর, পুলিশ ২০০৮ সালের মুম্বই হামলার অভিযুক্তদের গলার স্বর ভারতীয় গোয়েন্দা সংস্থার কাছে থাকা রেকর্ড করা জঙ্গিদের কথোপকথনের সঙ্গে মিলিয়ে দেখতে চেয়েছিল ৷ তারপর সেটি অ্যান্টি টেররিস্ট কোর্টে প্রমাণ হিসেবে জমা দেওয়ার কথা ছিল ৷ কিন্তু পাকিস্তানের আইন অনুযায়ী, স্বর যাচাই করতে গেলে অভিযুক্তদের সম্মতি প্রয়োজন ৷ এর আগে ২০১২ সালের সেপ্টেম্বর মাসেও ইসলামাবাদ হাইকোর্ট এই মামলা সংক্রান্ত আরও দুটি আর্জি খারিজ করে দিয়েছিল ৷ এক, হামলার মাস্টারমাইন্ড ও ৬ জন অভিযুক্তর গলার স্বরের নমুনা যাচাই ৷ আর দুই, আজমল কাসব ও ফাহিম আনসারিকে এই মালার দু’জনেই পলাতক হিসেবে ঘোষণা করার দাবি ৷ কিন্তু আদালতে যখন এই মামলা শুনানি হয় সেই দিন প্রসিকিউশনের তরফে আদালতে কেউ উপস্থিত না থাকায় তা খারিজ করে দেওয়া হয় ৷ পরে অবশ্য এটা পুনর্বিবেচনা করা জন্য ফের আদালতে পিটিশন দায়ের করা হয় ৷
advertisement