প্রাথমিকভাবে ‘এপকট’ ব্র্যান্ডের সঙ্গে মিল রয়েছে ওই বুটের ছাপে ৷ পাকিস্তানি জুতোর নামী ব্র্যান্ড ‘এপকট’-এর জুতো ছিল পাঠানকোটে হামলাকারী জঙ্গিদের পায়ে ৷ তাই সন্দেহ করা হচ্ছে, ওই জুতো পরে আরও কোনও জঙ্গি হয়ত ভারতে প্রবেশ করেছে ৷ ঘটনাটির যৌথ তদন্তে নেমেছে পঞ্জাব পুলিশ ও এনআইএ ৷
Location :
First Published :
January 06, 2016 8:58 PM IST