TRENDING:

পঞ্জাবে মিলল জঙ্গির জুতোর ছাপ

Last Updated:

গোটা পঞ্জাব জুড়ে আতঙ্কের পরিবেশ ৷ জঙ্গি সতর্কতায় সর্বত্র সজাগ প্রশাসন ৷ আশঙ্কা করা হচ্ছে আরও পাক জঙ্গি প্রবেশ করেছে ভারতে ৷ পঞ্জাবের বামিয়াল গ্রামে মিলেছে পাকিস্তানি বুটের ছাপ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পাঠানকোট: গোটা পঞ্জাব জুড়ে আতঙ্কের পরিবেশ ৷ জঙ্গি সতর্কতায় সর্বত্র সজাগ প্রশাসন ৷ আশঙ্কা করা হচ্ছে আরও পাক জঙ্গি প্রবেশ করেছে ভারতে ৷ পঞ্জাবের বামিয়াল গ্রামে মিলেছে পাকিস্তানি বুটের ছাপ ৷ ওই ছাপ জঙ্গিদের বুটের কিনা তা খতিয়ে দেখছে এনআইএ ৷
advertisement

প্রাথমিকভাবে ‘এপকট’ ব্র্যান্ডের সঙ্গে মিল রয়েছে ওই বুটের ছাপে ৷ পাকিস্তানি জুতোর নামী ব্র্যান্ড ‘এপকট’-এর জুতো ছিল পাঠানকোটে হামলাকারী জঙ্গিদের পায়ে ৷ তাই সন্দেহ করা হচ্ছে, ওই জুতো পরে আরও কোনও জঙ্গি হয়ত ভারতে প্রবেশ করেছে ৷ ঘটনাটির যৌথ তদন্তে নেমেছে পঞ্জাব পুলিশ ও এনআইএ ৷

বাংলা খবর/ খবর/দেশ/
পঞ্জাবে মিলল জঙ্গির জুতোর ছাপ