TRENDING:

Pahalgam Attack : আর কত প্রমাণ চাই? পহেলগাঁওতে হামলা করা তাহির খতম! পাকিস্তান যা করল, ঘেন্না হবে

Last Updated:

Tahir Habib Pahalgam Terrorist- পহেলগাঁওতে হামলা করা জঙ্গি তাহির হাবিবের জন্য পাকিস্তান অধিকৃত কাশ্মীর (PoK)-এর রাওয়ালকোট জেলার খাই গালা গ্রামে একটি শোকসভা (জনাজা-এ-গায়েব) অনুষ্ঠিত হয়েছে বলে খবর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : জম্মু-কাশ্মীরের পহেলগাঁওতে সন্ত্রাসী হামলায় পাকিস্তানের জড়িত থাকার আরও একটি প্রমাণ! ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওতে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিরপরাধ সাধারণ নাগরিক প্রাণ হারান। এর পর ভারতীয় সেনাবাহিনী ‘অপারেশন মহাদেব’ চালিয়ে ওই হামলায় জড়িত তিন সন্ত্রাসীকে খতম করে।
News18
News18
advertisement

এই তিনজনের মধ্যে একজন ছিল তাহির হাবিব, যে লস্কর-ই-তইবার সক্রিয় সদস্য ছিল বলে জানা যায়। PoK-র রাওয়ালকোটে তাহিরের জন্য শোকসভার আয়োজন করল পাকিস্তান। জানা যাচ্ছে এমনটাই।

পহেলগাঁওতে হামলা করা জঙ্গি তাহির হাবিবের জন্য পাকিস্তান অধিকৃত কাশ্মীর (PoK)-এর রাওয়ালকোট জেলার খাই গালা গ্রামে একটি শোকসভা (জনাজা-এ-গায়েব) অনুষ্ঠিত হয়েছে বলে খবর।  অর্থাৎ শব ছাড়াই দাফন প্রথা সম্পন্ন হয়েছে।

advertisement

আরও পড়ুন- সীমান্তের বেড়া নয়, এয়ারপোর্টের কাচ ভেঙে কলকাতায় ঢুকতে গেলেন বাংলাদেশি! তার পর কী হল?

এই ধরণের ঘটনা স্পষ্ট করে দেয়, পাকিস্তান শুধুমাত্র এই হামলার পেছনে দায়ী ছিল না, বরং এখনও এই ধরনের জঙ্গিদের প্রতি সহানুভূতি ও সমর্থন প্রকাশ করছে তারা। পহেলগাঁওতে হামলা পাকিস্তানের মদতের আরেকটি অকাট্য প্রমাণ এই ঘটনা।

advertisement

তাহির হাবিব ছিল ‘A ক্যাটাগরির’ মোস্ট ওয়ান্টেড জঙ্গি। PoK-র মানুষও সন্ত্রাসে বিরক্ত ছিল। সে একসময় পাকিস্তান সেনাবাহিনীর প্রাক্তন সদস্য ছিল এবং পরে লস্কর-ই-তইবা-র প্রশিক্ষিত অপারেটিভে পরিণত হয়। তাহিরের শোকসভা (জনাজা)–র ভিডিওগুলো এখন টেলিগ্রাম চ্যানেলে ভাইরাল, যেখানে দেখা গেছে গ্রামের প্রবীণ মানুষরাও উপস্থিত ছিলেন।

ওই সভায় আবার তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। কারণ স্থানীয় লস্কর কমান্ডার রিজওয়ান হানিফ জোর করে অংশ নেওয়ার চেষ্টা করে তাতে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

কিন্তু তাহিরের পরিবার পরিষ্কারভাবে সন্ত্রাসীদের উপস্থিতির প্রতিবাদ জানায়। এই ঘটনা দেখায়, PoK-এর সাধারণ মানুষও এখন জঙ্গি ও তাদের পৃষ্ঠপোষকদের জন্য অত্যন্ত বিরক্ত ও ক্লান্ত। তাঁরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন। অর্থাৎ পাকিস্তান-শাসিত অঞ্চলে মানুষের মানসিকতায় পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Pahalgam Attack : আর কত প্রমাণ চাই? পহেলগাঁওতে হামলা করা তাহির খতম! পাকিস্তান যা করল, ঘেন্না হবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল